Coronavirus in world

দূরত্ব রেখেও সবার সঙ্গে মেলামেশা করা যায়, দেখিয়ে দিলেন এই দাদু-ঠাকুমা

করোনাভাইরাসের জেরে এই বৃদ্ধ দম্পতি নিজেদের গৃহবন্দি রেখেছেন। তাই প্রিয়জনদের সঙ্গে অনেক দিন তাঁদের দেখা হয়নি। তাই তাঁরা কাচের দরজার বাইরে থেকেই নাতি-নাতনিকে দেখতে এসেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৮:১৭
Share:

আড়াল থেকে মেলামেশা। ছবি: টুইটার থেকে নেওয়া।

স্বেচ্ছায় অনেকেই নিজেদের সবার থেকে দূরে রেখেছেন। কিন্তু মন যেন পড়ে রয়েছে সন্তান, নাতি-নাতনি, প্রিয়জনদের কাছে। কিন্তু দূরত্ব রেখেও যে তাদের সঙ্গে দেখা বা মেলামেশা করা যায়, দেখিয়ে দিলেন এক বৃদ্ধ দম্পতি। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ক্রিস পেজ নামে এক ব্রিটিশ সাংবাদিক একটি ছবি টুইট করেছেন। ছবিটি তিনি তাঁর কোনও এক বন্ধুর কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে কাচের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দুই শিশু। আর দরজার বাইরে বৃদ্ধ দম্পতি।

করোনাভাইরাসের জেরে এই বৃদ্ধ দম্পতি নিজেদের গৃহবন্দি রেখেছেন। তাই প্রিয়জনদের সঙ্গে অনেক দিন তাঁদের দেখা হয়নি। তাই তাঁরা কাচের দরজার বাইরে থেকেই নাতি-নাতনিকে দেখতে এসেছেন। কাচের দুই পাশে হাত রেখেছেন, একদিকে বৃদ্ধ দম্পতি অন্যদিকে রেখেছে শিশু দু’টি।

Advertisement

আরও পড়ুন: সত্যিই অবিশ্বাস্য ছবি! আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রীও

দেখুন সেই ছবি:

এই ঘটনা শিশু দু’টির পিছনে দাঁড়িয়ে কেউ ক্যামেরাবন্দি করেছিলেন। পরে যেটি ক্রিস তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, বৃদ্ধের নাম রয় কোসে এবং বৃদ্ধা টেরেসা, দুজনেরই বয়স ৮১ বছর।

আরও পড়ুন: করোনাভাইরাসের জের, গ্রামের নাম শুনেই আর কেউ তাঁদের সঙ্গে মিশতে চাইছেন না

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement