ইভাঙ্কা ট্রাম্প। —ফাইল চিত্র
ফের হোয়াইট হাউসে হানা দিল করোনা। এ বার সংক্রমণের শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিব। এই নিয়ে হোটাইট হাউসে সেখানকার তিন জন কর্মী করোনা আক্রান্ত হলেন।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইভাঙ্কার ওই ব্যক্তিগত সচিব বাড়ি থেকেই কাজকর্ম চালাচ্ছিলেন। গত বেশ কয়েক সপ্তাহ তিনি ইভাঙ্কার কাছাকাছিও আসেননি। ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, শরীরে সংক্রমণ ধরা পড়লেও এখনও উপসর্গহীন ওই সচিব। একটি সূত্র জানাচ্ছে, গত শুক্রবার ইভাঙ্কা ও তাঁর স্বামী জেরেড কুশনেরের নমুনা পরীক্ষা করা হয়। অবশ্য তাঁদের সংক্রমণ ধরা পড়েনি।
এখনও পর্যন্ত আমেরিকায় ১২ লক্ষের বেশি মানুষ করোনা-আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭৭ হাজার মানুষের। আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসের অন্দরেও। এর আগে সংক্রমণের শিকার হন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব ক্যাটি মিলার। সে কথা মেনে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একটি বৈঠকে তিনি বলেন, ‘‘ক্যাটি (ইভাঙ্কার সচিব) সুস্থই ছিল। আচমকা নমুনা পরীক্ষায় ওঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’’ ট্রাম্প এ-ও জানান, তিনি নিজে ক্যাটির সংস্পর্শে না এলেও, পেন্স এসেছেন। পেন্সের নেতৃত্বেই কাজ করছে হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্স। এর আগে ট্রাম্পের এক পরিচারকের সংক্রমণ ধরা পড়ে।
আরও পড়ুন: লাঠি-কাঁদানে গ্যাস, পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধে ফের উত্তাল সুরত
হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অর্থাৎ যেখানে মার্কিন প্রেসিডেন্টের অফিস সেখানে, সেখানকার কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লাগাতার নমুনা পরীক্ষা ও শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা চলছে। সেই সঙ্গে নিয়মিত ভাবে জীবাণুনাশকও প্রয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন: প্রথম হিন্দু পাইলট হিসাবে পাক বায়ুসেনায় নির্বাচিত, নজির রাহুল দেবের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)