খাঁ খাঁ করছে নিউইয়র্ক। ছবি: এএফপি।
মার্কিন যুক্তরাষ্ট্রে নোভেল করোনার বলি সেখানে বসবাসকারী ভারতীয়রাও। ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় নাগরিক সমেত সেখানে সব মিলিয়ে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিতও হয়েছেন ১৫০০-র বেশি ভারতীয়।
মৃতদের মধ্যে ১৭ জন কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ১০ জন গুজরাতের, ৪ জন পঞ্জাবের, ২ জন অন্ধ্রপ্রদেশের এবং ১ জন ওড়িশার বাসিন্দা। তাঁদের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটের বেশি। তবে মৃতদের মধ্যে ২১ বছরের এক যুবকও রয়েছেন। তাঁরা মূলত নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতেই থাকতেন। আবার পেনসিলভ্যানিয়া এবং ফ্লোরিডাতেও ছিলেন বেশ কয়েক জন।
এই মুহূর্তে নোভেল করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৭৭৭ মানুষ। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। নিউ ইয়র্কে প্রায় ১০০০ ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন। নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন ৪০০-র বেশি ভারতীয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁদের হয়ে প্লাজমা ডোনার খুঁজছে বেশ কিছু প্রবাসী ভারতীয় সংগঠন।
আরও পড়ুন: ধুঁকছে আমেরিকা, মৃতের সংখ্যা লাখ ছাড়ানোর আশঙ্কা হোয়াইট হাউসের
আরও পড়ুন: নিজামউদ্দিন থেকে ফিরে করোনা, গলার নলি কেটে হাসপাতালেই আত্মঘাতী যুবক
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)