Abhishek Bachchan

চোখের সামনে পড়ে অভিষেকের মৃতদেহ! কল্পনা করেই আঁতকে উঠে কী করেন জয়া বচ্চন?

এই ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন অভিষেক। পরিচালক ছিলেন গোবিন্দ নিহালনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:৪৫
Share:

অভিষেককে নিয়ে কেন আঁতকে উঠেছিলেন জয়া? ছবি: সংগৃহীত।

চোখের সামনে শায়িত পুত্রের মৃতদেহ। কেমন অনুভূতি ও অভিব্যক্তি হবে মায়ের? এক সময় এমনই এক দৃশ্য কল্পনা করতে বলা হয়েছিল জয়া বচ্চনকে। ১৯৯৮ সালে ‘হাজার চুরাশি কি মা’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তখনই তাঁকে চোখের সামনে পুত্র অভিষেক বচ্চনের দেহ কল্পনা করতে বলা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে আনলেন বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে অভিষেক।

Advertisement

এই ছবিতে সহ-পরিচালকের কাজ করেছিলেন অভিষেক। পরিচালক ছিলেন গোবিন্দ নিহালনি। একটি দৃশ্যে অভিনয় ফুটিয়ে তুলতে জয়াকে নিজের পুত্রের মৃতদেহ কল্পনা করতে বলেছিলেন তিনি। এই দৃশ্যের কথা ভেবেই কেঁপে উঠেছিলেন জয়া বচ্চন। মুহূর্তে মুখের অভিব্যক্তি বদলে গিয়েছিল তাঁর।

অভিষেক সাক্ষাৎকারে বলেছেন, “একটা খুব ব্যক্তিগত ঘটনা বলি। বহু বছর ক্যামেরা থেকে দূরে থাকার পরে গোবিন্দ নিহালনির ‘হাজার চুরাশি কি মা’ ছবিতে কাজ করে মা। আমি ছবির সহ-পরিচালক ছিলাম। বাড়ি ফেরার পরেও মা খুব গুমরে ছিল। আমি জানতে চেয়েছিলাম, কী হয়েছে? মা বলেছিল, মৃতদেহ দেখে নাকি পুত্রকে সনাক্ত করার একটি দৃশ্য ছিল।”

Advertisement

জুনিয়র বচ্চন আরও বলেন, “গোবিন্দজি আসলে বিশেষ পরামর্শ দিয়েছিলেন দৃশ্যটি পরিচালনা করার সময়ে। তিনি বলেছিলেন, ‘কল্পনা করুন, ওখানে অভিষেক শুয়ে রয়েছে’। এটা শুনতে হয়তো নির্মম লাগছে। কিন্তু এই ভাবেই অভিনেতারা কাজ করেন। পরিচালক বলে না দিলেও, মা নিজেও হয়তো এটাই ভাবতেন চরিত্রটি ফুটিয়ে তুলতেন। কাজের জন্য এই ব্যক্তিগত অনুভূতিগুলোও তলিয়ে দেখতে হয় আমাদের।”

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’। সুজিত সরকারের পরিচালনায় এই ছবি সমালোচক মহলে প্রশংসিত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement