ছবি সৌজন্যে: শাটারস্টক।
না, ৬ ফুট দূরত্বও নিরাপদ নয়। বাতাসে ভেসে গিয়ে এক জন মানুষ থেকে ৬ ফুটেরও বেশি দূরে থাকা অন্য জনকে সংক্রমিত করতে পারে নোভেল করোনাভাইরাস। এর ফলে, বাইরে তো বটেই, ঘরের ভিতরে থাকা মানুষজনকেও আরও বেশি সতর্ক হতে হবে একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে।
সংশোধিত গাই়ডলাইনে সোমবার এ কথা জানিয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’।
সিডিসি-র আপডেটেড ওয়েবসাইটে জানানো হয়েছে, বাতাসে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি আটকে থাকে তাদের মাধ্যমেও অনেক সময় ছড়িয়ে পড়ে নোভেল করোনাভাইরাস। তার ফলে, দূরে থাকা অন্য কেউ সংক্রমিত হতে পারেন। সংক্রমণ রুখতে যে ন্যূনতম দূরত্বটিকে (৬ ফুট বা ১.৮ মিটার) আগে ‘নিরাপদ’ ভাবা হচ্ছিল, সেটাও এখন আর যথেষ্ট নিরাপদ নয়।
এও জানানো হয়েছে, খুব বদ্ধ জায়গা হলে বা সেই জায়গায় ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বায়ুর মাধ্যমেও ছড়াতে পারে নোভেল করোনাভাইরাস। কারণ, সে ক্ষেত্রে ওই জায়গায় এই ভাইরাসের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি।
আরও পড়ুন- করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হলেন বেলভিউয়ে
আরও পড়ুন- দৈনিক সংক্রমণ নেমে এল ৬১ হাজারে, দৈনিক মৃত্যু কমছে করোনায়
সিডিসি-র এই সংশোধিত গাইডলাইনের পর এ বার আমেরিকায় হোটেল-রেস্তরাঁ, পার্ক, ক্যাফেটারিয়া ও অফিস, আদালতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকানুন বদলাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
সিডিসি-র তরফে পরে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংখ্যায় খুব কম হলেও, নোভেল করোনাভাইরাস যে ৬ ফুটেরও বেশি দূরে থাকা কারও শরীরে সংক্রমণ ঘটাচ্ছে, সম্প্রতি প্রকাশিত কয়েকটি গবেষণাপত্রে তা স্পষ্ট হওয়ার প্রেক্ষিতেই গাইডলাইন সংশোধন করা হয়েছে।’’
আমেরিকার ৩৪টি প্রদেশে সংক্রমণ যখন আগের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠেছে, এক মাস আগের পরিস্থিতির চেয়ে যখন সপ্তাহে গড়ে সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে ওই প্রদেশগুলিতে তখনই সিডিসি-র গাইডলাইনের এই সংশোধনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
সংশোধিত গাইডলাইনে জানানো হয়েছে, ৬ ফুট দূরত্বের মধ্যেই এই ভাইরাস সংক্রমণ বেশি ঘটাচ্ছে। আর সেটা ঘটছে মূলত হাঁচি, কাশির সময় বেরিয়ে আসা ড্রপলেটের মাধ্যমেই। তবে কোনও দূষিত পদার্থ থেকেও এই সংক্রমণ হতে পারে বলে জানানো হয়েছে। ব্যায়াম বা গান করার সময় যখন আমরা খুব জোরে জোরে শ্বাস নিই তখন এই সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে বলেও সিডিসি-র সংশোধিত গাইডলাইনে জানানো হয়েছে।