প্রতিবেশীদের কুকিজ পৌঁছে দিচ্ছে বুলডগ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
লকডাউনে ঘর থেকে বার হওয়া বন্ধ। আর পাড়া-প্রতিবেশীদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া, লেনদেন তো একেবারেই নিষিদ্ধ। তা বলে কী মানুষ একে অপরের খেয়াল রাখা ছেড়ে দেবেন? যদি শেলডন-এর মতো বুলডগ থাকে তাহলে একেবারেই না। সে ক্ষেত্রে বাড়িতে তৈরি কুকিজ পৌঁছে যাবে প্রতিবেশীদের দরজাতেও।
ব্রিটেনের বাসিন্দা, পেশায় মেক-আপ আর্টিস্ট কেট মিশেলের বছর দুয়েকের একটি বুলডগ রয়েছে, নাম শেলডন। শেলডনের আবার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলও রয়েছে। সেই পেজেই প্রায়ই নানান ছবি ভিডিয়ো পোস্ট হয়। তাতেই পয়লা এপ্রিল একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রতিবেশীদের বাড়ির দরজায় দরজায় কুকিজ দিয়ে আসছে শেলডন।
প্রতিদিন সকালে নিয়ম করে ঘুরতে বার হয় শেলডন। লকডাউনের বাজারেও তার অন্যথা হয়নি। এখন শুধু তার সঙ্গে যোগ হয়েছে কুকিজ ডেলিভারি। শেলডনের জন্য একটি ছোট্ট ব্যাকপ্যাকের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাখা থাকছে বাড়িতে তৈরি কয়েকটি কুকিজ। সেগুলি নিয়ে সে প্রতিবেশীদের বাড়ির সামনে চলে যায়। তাঁরাও ঘর থেকে বেরিয়ে এসে শেলডনের পিঠের ব্যাগ থেকে তুলে নেন কুকিজ।
আরও পড়ুন: স্তব্ধ ইটালিতে বারান্দা থেকে ঝুলছে ঝুড়ি! কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ রেখে যাচ্ছেন
করোনার আতঙ্কের মধ্যে এমন ভালবাসার আদান-প্রদানে স্বভাবতই খুশি কেট, তাঁর প্রতিবেশীরাও। ভিডিয়োতে তাঁদের সেই খুশি ধরাও পড়েছে। শেলডনের ইনস্টগ্রাম পেজে যত ফলোয়ার তার প্রায় তিনগুণ ভিউ পেয়েছে এই ভাইরাল ভিডিয়োটি।
আরও পড়ুন: বাড়ি থেকে রিপোর্টিংয়ের বিড়ম্বনা, খালি গায়ে ক্যামেরায় চলে এলেন মহিলা সংবাদিকের বাবা
দেখুন সেই ভিডিয়ো:
A post shared by SheldonTheBulldog (@sheldonthebulldog_) on
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)