ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়ার বড় একটি অংশ। ছবি: রয়টার্স।
এক দিকে ইজ়রায়েলি হামলায় গাজ়ায় এখনও পর্যন্ত ২,০৫৫টি শিশু নিহত হয়েছে দাবি সেখানকার হামাস প্রশাসনের। অন্য দিকে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে শিশুদের বেড়ানোর স্ট্রোলার সাজিয়ে হামাসের হাতে বন্দি ৩০টি ইজ়রায়েলি শিশুর মুক্তির দাবিতে সরব হলেন ইজ়রায়েলপন্থী বিক্ষোভকারীরা। ইজ়রায়েলি সেনার দাবি, গাজ়ায় বন্দি ২২২ জন ইজ়রায়েলির মধ্যে রয়েছে ওই ৩০টি শিশু। ইজ়রায়েল-হামাস সংঘর্ষে এ ভাবেই স্পষ্ট হয়ে উঠছে বিপন্ন শৈশবের চিত্র। অন্য দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক দাবি করেছেন, ‘‘গাজ়ার হাসপাতালে সাম্প্রতিক বিস্ফোরণ প্যালেস্টাইনি রকেটেই হয়েছিল। কিন্তু এ নিয়ে ভুল খবরের জেরে আমেরিকার কূটনৈতিক চেষ্টা ধাক্কা খায়।’’ ওই হামলার দায় ইজ়রায়েলের উপরে চাপিয়েছিল হামাস। তার জেরে আম্মানে আরব নেতাদের সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক বাতিল হয়। আজ আরও দুই পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হামাস। সম্প্রতি দুই আমেরিকান বন্দিকে মুক্তি দেয় তারা।
গত রাত থেকে গাজ়ায় আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে ইজ়রায়েল। তার মধ্যেই আজ হামাস শাসিত গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজ়ায় ইজ়রায়েলি হামলায় ৪৩৬ জনের মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর থেকে নিহতের সংখ্যা প্রায় ৫,০৮৭ জন। তার মধ্যে রয়েছে ২,০৫৫টি শিশু। ১৫,২৭৩ জন আহত হয়েছেন। রাতে গাজ়ার আল শিফা হাসপাতালের সদ্যোজাত চিকিৎসা বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা ৫৫টি সদ্যোজাত শিশুকে রক্ষা করার জন্য জ্বালানি ও ওষুধ খুঁজছেন।
হামাসের হামলার পর থেকেই গাজ়া অবরুদ্ধ করেছে ইজ়রায়েল। বন্ধ করেছে বিদ্যুৎ সংযোগ। গাজ়ার ওই হাসপাতালের চিকিৎসক নাসের বুলবুলের কথায়, ‘‘যদি বিদ্যুৎ না থাকে তবে ওই ৫৫টি শিশু মারা যাবে।’’ গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল কিদরার মতে, ‘‘গোটা গাজ়ায় ১৩০টি সদ্যোজাত বৈদ্যুতিক ইনকিউবেটর যন্ত্রে রয়েছে। এখন স্থানীয় ভাবে মজুত জ্বালানির সাহায্যে ওই ইনকিউবেটরগুলি চালানো হচ্ছে। কিন্তু তা কত ক্ষণ চলবে তা আমরা জানি না।’’ অন্য দিকে আজ লন্ডনে ইজ়রায়েলের সমর্থনে এক বিক্ষোভের আগে পার্লামেন্ট স্কোয়ারে ফাঁকা স্ট্রোলার সাজিয়ে রাখেন বিক্ষোভকারীরা। প্রত্যেকটি স্ট্রোলারে ছিল হামাসের হাতে অপহৃত ৩০টি ইজ়রায়েলি শিশুর এক এক জনের ছবি। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ায় এখনও পর্যন্ত পণবন্দি ২২২ জন নাগরিকের কথা জানতে পেরেছে তারা। তাঁদের পরিবারকে সে কথা জানানো হয়েছে।
ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গত রাত থেকে গাজ়ায় ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইজ়রায়েলি বিমান। হামাসের সদস্যদের খোঁজে গত রাতে গাজ়ায় অভিযানও চালিয়েছে ইজ়রায়েলি সেনা। ইরানের দাবি, এই হিংসা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইজ়রায়েল-লেবানন সীমান্তে ইরানের মদতে পুষ্ট হিজ়বুল্লার সঙ্গেও সংঘর্ষ চলছে ইজ়রায়েলের। আজ আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য কোনও শক্তি ইজরায়েলি বা আমেরিকান বাহিনীকে আক্রমণ করলে ফল ভাল হবে না।
৭ অক্টোবর ইজ়রায়েলে হামাসের হামলার পর থেকেই ওই প্যালেস্টাইনি ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ফলে কার্যত বিধ্বস্ত গাজ়া। আজ রাষ্ট্রপুঞ্জের প্যালেস্তাইনি শরণার্থী সংস্থার তরফে জানানো হয়েছে, গাজ়ায় ইজ়রায়েলের হামলায় তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি তাদের মজুত জ্বালানিও চলবে আর মাত্র তিন দিন। এরই মধ্যে মিশর-গাজ়া সীমান্তের রাফা চেকপোস্ট দিয়ে গাজ়ায় ঢুকেছে ত্রাণসামগ্রী বহনকারী ১৪টি ট্রাকের দ্বিতীয় কনভয়। রাষ্ট্রপুঞ্জের পাঁচটি সংস্থা গত কাল জানিয়েছিল, গাজ়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আজ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ও ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজ়ায় ক্রমাগত ত্রাণসামগ্রী সরবরাহ করতে দেওয়া হবে।ইজ়রায়েল-লেবানন সীমান্তেও ইরানের মদতে পুষ্ট হিজ়বুল্লার সঙ্গে ক্রমশ সংঘর্ষ বাড়ছে ইজ়রায়েলি সেনার। আজ লেবাননে হিজ়বুল্লার দু’টি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভের বিমান। তার মধ্যে একটি ইজ়রায়েলি শহর মাট্টাটের কাছে। অন্যটি বিতর্কিতা শেবা ফার্মস এলাকায়। ইজ়রায়েলি সেনার দাবি, ওই দু’টি ঘাঁটি থেকে ইজ়রায়েলকে লক্ষ্য করে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার পরিকল্পনা করেছিল হিজ়বুল্লা। ইরানের মদতে পুষ্ট ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, ওই হামলায় তাদের এক সদস্য নিহত হয়েছেন।
আজ ইরানি বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘‘যদি আমেরিকা ও ইজ়রায়েল এখনই গাজ়ায় গণহত্যা বন্ধ না করে তবে এই অঞ্চলের পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।’’ আমেরিকান বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের হুঁশিয়ারি, ‘‘এই পরিস্থিতির সুযোগে কোনও শক্তি ইজ়রায়েলি বা আমেরিকান বাহিনীকে আক্রমণ করলে আমরা পদক্ষেপ করতে দ্বিধা করব না।’’ ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকি, ‘‘হিজ়বুল্লা আমাদের সঙ্গে লড়াই শুরু করলে মস্ত ভুল করবে।’’