Iraq

Iraq: ভাইরাল জ্বরে চিন্তা ইরাকে

ইরাকে পিপিই পরে স্বাস্থ্যকর্মীরা জীবাণুনাশক ছেটাচ্ছেন গবাদি পশুর গায়ে। ইদের আগে নজর রাখা হচ্ছে জবাইখানাগুলিতে।

Advertisement

সংবাদ সংস্থা

নাসিরিয়া (ইরাক) শেষ আপডেট: ৩০ মে ২০২২ ০৫:৫৭
Share:

প্রতীকী ছবি।

নাক দিয়ে রক্তপাত। সঙ্গে জ্বর, বমি। হতে পারে মৃত্যু পর্যন্ত। ইরাকের গ্রামাঞ্চলে ছড়াচ্ছে ভাইরাস-ঘটিত মাকড়বাহিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসেবে, এ বছর এখনও পর্যন্ত সংক্রমিত ১১১ জন। মৃতের সংখ্যা ১৯। অধিকাংশই পশুপালন বা অনুসারী জীবিকায় যুক্ত দক্ষিণ ইরাকের দরিদ্র মানুষ।

Advertisement

রোগটির নাম ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার। প্রাদুর্ভাব দেখা যায় পুরো আফ্রিকা, বালকান অঞ্চল, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা এলাকায়। মৃত্যুর হার ১০ থেকে ৪০ শতাংশ। প্রতিষেধক নেই।মূলত এক ধরনের মাকড়ের কামড়ে গবাদি বা বন্য পশু ও মানুষের মধ্যে ছড়ায়। জবাইয়ের সময় বা পরে-পরে আক্রান্ত পশুর কোষ থেকে মানুষের শরীরে চলে আসতে পারে। মানুষ থেকে মানুষে ছড়াতে পারে রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে।

ইরাকে পিপিই পরে স্বাস্থ্যকর্মীরা জীবাণুনাশক ছেটাচ্ছেন গবাদি পশুর গায়ে। ইদের আগে নজর রাখা হচ্ছে জবাইখানাগুলিতে। সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধোয়া এবং হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢাকার মতো স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement