Army

প্রাক্তন সেনার মৃত্যুতে নালিশ ভুয়ো সংঘর্ষের

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৫:৫৭
Share:

ছবি সংগৃহীত

বাংলাদেশে কক্সবাজারের কাছে পুলিশের গুলিতে এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের মৃত্যুর ঘটনায় সাজানো সংঘর্ষের অভিযোগ উঠেছে। পুলিশের যদিও দাবি, ওই অফিসার মাদক চোরাচালানে যুক্ত ছিলেন। তাঁর গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি পিস্তল মিলেছে। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ অকারণে গুলি করে এখন মাদক মামলায় জড়াতে চাইছে তাঁকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ২০ জন পুলিশকে ব্যারাকে ফেরত পাঠিয়ে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার তদন্ত কমিটির শুনানি শুরু হয়।

Advertisement

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পুলিশ জানায়, চেকপোস্টে গাড়ি তল্লাশির জন্য থামানো হলে রাশেদ নিজেকে সেনাবাহিনীর লোক বলে পরিচয় দিয়ে বলেন, তল্লাশি করা যাবে না। পুলিশ তার পরেও তল্লাশি করতে চাইলে রাশেদ একটি পিস্তল তাক করেন। অন্য এক পুলিশ তখন রাশেদকে গুলি করেন।রাশেদের পরিবার অভিযোগ করে, সাজানো সংঘর্ষে তাঁকে হত্যা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement