পোপ দ্বিতীয় জন পল।
এক বিবাহিত মহিলার সঙ্গে নাকি পোপ দ্বিতীয় জন পলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল! পোল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরিতে রাখা বেশ কয়েকটি চিঠি এবং ছবি থেকে সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আসে। ১৯৭৩ সালে দর্শনের উপর একটি বই লিখেছিলেন ক্র্যাকাওয়ের তত্কালীন আর্চবিশপ কার্ডিনাল ক্যারোল উজটাইলা (যিনি পরবর্তীকালে পোপ দ্বিতীয় জন পল নামে সারা বিশ্বে পরিচিতি পান)। এই বই লেখার সূত্র ধরেই পোল্যান্ডের মার্কিন দার্শনিক আনা-টেরেজা টাইমিনিয়েকা সঙ্গে তাঁর আলাপ। তার পর একের পর এক চিঠি আদান-প্রদান দু’জনের মধ্যে। যত দিন গিয়েছে তাঁদের মেলমেশা বেড়েছে। কখনও কর্মসূত্রে, কখনও ব্যক্তিগত ভাবে। এমনকী ভাটিকানে যে দু’জনে একসঙ্গে ছুটি কাটিয়েছিলেন সেই ছবিও পাওয়া গিয়েছে। পোপের চিঠিগুলো পাওয়া গেলেও অ্যানার চিঠি সম্পর্কে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকী পোল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরিও অ্যানার চিঠির বিষয় নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি।
মার্শা মালিওওস্কি নামে বিরল জিনিসের এক সংগ্রাহক জানান, তাঁদের পরিচয়পর্বের প্রথম দিকেই পোপের প্রেমে পড়ে যান অ্যানা। পোপের লেখা চিঠি থেকে নাকি এটাও জানা গিয়েছে, অ্যানাকে তিনি একটি নেকলেসও দিয়েছিলেন। ১৯৭৬-এ পোপের একটি চিঠিতে লেখা রয়েছে: ‘আমি তোমার’— তোমার লেখা এই শব্দগুলোর উত্তর খুঁজছি।”
পোপ হওয়ার পরেও অ্যানাকে চিঠি লিখেছিলেন উজটাইলা। সেখানে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার কথাও লেখেন তিনি। নতুন জীবনে প্রবেশ করে নতুন পথ চলতে শুরু করার পর তিনি যে অ্যানাকে ভুলে যাবেন না সেই প্রতিশ্রিতও ছিল ওই চিঠিতে।
আরও পড়ুন...