জেন ঝ্যাং লিয়াংয়িন। ছবি সংগৃহীত।
বড়দিনের রাতে সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে গিয়ে শরীরে যাতে কোভিডের মারণ ভাইরাস বাসা না বাঁধতে পারে সেই জন্য করোনা আক্রান্তদের ভিড়ে মিশে নিজেই আক্রান্ত হলেন চিনা গায়িকা। পড়তে হল ভক্তদের কঠোর সমালোচনার মুখেও। ঘটনাটি ঘটিয়েছেন চিনের প্রখ্যাত গায়িকা এবং গীতিকার জেন ঝ্যাং লিয়াংয়িন।
চিনে এই মুহূর্তে ফের বাড়তে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে শি জিনপিং সরকার। কয়েকদিন আগেও কঠোর কোভিডনীতির জন্যে প্রবল প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল চিন সরকারকে। ঠিক সেই সময় সামনে এল জেনের এই উদ্ভট কার্যকলাপ। ৩৮ বছর বয়সি জেন চিনা সমাজমাধ্যম উইবোতে লিখেছিলেন, ‘‘আমি নিজেকে করোনায় আক্রান্ত করার জন্য তৈরি করছিলাম। সেই জন্যে একটি বিশেষে জায়গায় আক্রান্তদের মধ্যে মিশে গিয়ে কয়েকদিন ঘুরেও এসেছি। বাড়ি ফেরার কয়েকদিন পরেই জ্বর, সর্দি-কাশি, গায়ে হাত-পায়ে যন্ত্রণা ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে শুরু করে।’’ তিনি আরও লিখছেন, ‘‘কয়েকদিন টানা ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ জল ও ভিটামিন সি খাওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। সেটাও কোনও রকম ওষুধ ছাড়াই।’’
ঘটনাটি সামনে আসার পর ভক্তদের কাছে কঠোর সমালোচনার মুখে পড়তে হয় জেনকে। সঙ্গে সঙ্গে নিজের লেখাটি সমাজমাধ্যম থেকে মুছে ফেলেছেন তিনি। পরে অবশ্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।