প্রতিটি দেশের সেনাবাহিনীতে দেহভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক দেহভঙ্গির জন্য প্রত্যেককেই কঠিন পরিশ্রম করতে হয়।
পিঠে বোঝা নিয়ে দৌড়, ভারী রাইফেল হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা একই ভাবে ঠায় দাঁড়িয়ে থাকা, এ সব আমরা প্রায়ই শুনি।
কিন্তু জানেন কি চিন সরকার সেনাদের ঘাড় সোজা রাখার এক অদ্ভুত উপায় বার করেছে?
সেনাদের জামার কলারে আলপিন গুঁজে দেওয়া হয় সে দেশে! এ ভাবে সামনের দিকে মাথা সোজা রেখে ঘাড় কোনও দিকে না হেলিয়ে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়।
এক চিনা সেনার পোশাকের কলারে আলপিন গুঁজে রাখার এই ছবিটি ২০১২ সালের।
ওই বছর বেজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের জন্য প্রস্তুতি নেওয়া এক চিনা প্যারামিলিটারি পুলিশের ছবি এটি।
তাঁর ঘাড় সোজা রাখার জন্যই পিনের সাহায্য নেওয়া হয়েছিল। এই ছবিটি টুইটারে পোস্ট হওয়ার পরই বিশ্ব জুড়ে সাড়া পড়ে যায়। সত্যিই কি এমন করা হয়, প্রশ্ন উঠতে শুরু করে।
পরে জানা যায় যে, এই ঘটনা সত্যি। তবে পুলিশে বা সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেওয়ার জন্য চিনে প্রত্যেককেই এই কঠিন অনুশীলনের মধ্যে দিতে যেতে হয় না।
এটা শুধুমাত্র তাঁদের জন্য যাঁদের দেহ ভঙ্গিমায় গলদ রয়েছে। যাঁরা ঘাড় সোজা রাখতে পারেন না তাঁদের পোশাকের কলারে দু’দিকে একটি করে পিন লাগিয়ে দেওয়া হয়।
ঘাড় কোনও দিকে সামান্য হেলে পড়লেই পিন ফুটে যাবে। তাই একরকম বাধ্য হয়ে প্রশিক্ষণরত সেনা ঘাড় সোজা রাখবেন। ধীরে ধীরে ঘাড় সোজা রাখতে তিনি অভ্যস্তও হয়ে পড়েন।
এ ছাড়া ঘাড় সোজা রাখার আরও একটি উপায় বার করেছে চিন সেনা। মাথার উপর টুপি উল্টো করে রাখা। টুপি উল্টে করে রাখলে তা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।
টুপি ধরে রাখতে গেলে হাঁটার সময় বা প্যারেড করার সময় মাথা একেবারেই নাড়াতে পারেন না তাঁরা। এ ভাবেও ঘাড় সোজা রাখতে অভ্যস্ত হয়ে পড়েন ক্রমশ।