টাকা চাই, গার্লফ্রেন্ড চাই! বুদ্ধের কাছে কাতর আর্জি তরুণের। গ্রাফিক: সনৎ সিংহ।
আরাধ্য গৌতম বুদ্ধকে মনোবাঞ্ছার কথা জানাতে ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন চিনের এক যুবক। শুধু তা-ই নয়, লাউড স্পিকার চালিয়ে মনের সব ইচ্ছার কথাও জানান বুদ্ধমূর্তিকে। প্রায় ৭১ মিটার উঁচু এক বুদ্ধমূর্তির সামনে ওই যুবক টাকা দেওয়ার, সুন্দরী গার্লফ্রেন্ড দেওয়ার আর্জি জানান। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও চিনের সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
চিনের সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি লাউড স্পিকারকে বুদ্ধমূর্তির কানের কাছে নিয়ে গিয়ে ওই যুবক বলছেন, “আমি প্রথমে ধনী হতে চাই।” টাকার পরিমাণ কতটা হবে, তা-ও জানিয়ে দেন ওই যুবক। তাঁর কথায়, “১২ কোটি টাকা হলেই হবে।” এরপরই তাঁর সংযোজন, “সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, আমার এক জন সুন্দরী গার্লফ্রেন্ড প্রয়োজন।” তবে এ ব্যাপারেও সাবধানী ওই যুবক। ভগবান বুদ্ধের কাছে তাঁর আর্জি, “গার্লফ্রেন্ড যেন ১২ কোটি টাকার চেয়ে আমায় বেশি ভালবাসে।
২৭ বছর বয়সের ওই যুবক নিজের মন্দভাগ্যের জন্য দুষেছেন গ্রহ-নক্ষত্রের বিরূপ অবস্থানকেই। গ্রহদোষ কাটানোর জন্যই দীর্ঘ পথ পেরিয়ে বুদ্ধের কাছে মনোবাঞ্ছা জানাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন চিনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা ওই যুবক। যুবকের এই কাণ্ড থেকে নেটাগরিকরদের কেউ কেউ বলছেন, “বুদ্ধ শুনতে পেলেন তো যুবকের আর্তির কথা?”