China Couple

China NPC: ৩ সন্তান নীতিতে ফিরল চিন, শিশুর প্রতিপালনে মিলবে অর্থ সাহায্য, পাশ নয়া আইন

২০১৬ সালে অতি কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি সামান্য হলেও শিথিল করেছিল সরকার। এক থেকে দুই সন্তান নীতিতে সায় দেওয়া হয় তখন।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ১৩:৩৯
Share:

তিন সন্তান নীতি পাশ চিনে

এ বার থেকে দেশের দম্পতিরা তিনটি করে সন্তানের জন্ম দিতে পারবেন। শুক্রবার চিনে পাশ হল নয়া জন্ম নিয়ন্ত্রণ আইন। গত মে মাসেই এই ঘোষণা করেছিল চিন সরকার। এ বার তা আইনে পরিণত হল।

Advertisement

তিন সন্তান নীতিতে ফিরে যাওয়ার পাশাপাশি নতুন আইনে বলা বয়েছে, সন্তানকে বড় করে তোলার কাজে আর্থিক সাহায্য করবে সরকার, মিলবে পর্যাপ্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি এবং বাড়ানো হবে কর্মসংস্থানে মহিলাদের অধিকার। এ ছাড়াও শিশু প্রতিপালন পরিকাঠামোয় বিশেষ নজর দেওয়া হবে। তবে তিন সন্তান নীতি লঙ্ঘনে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

মে মাসের গোড়ায় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে— চিনে সন্তান জন্মের হার তলানিতে। গত বছর ১ কোটি ২০ লক্ষ শিশু জন্মেছিল চিনে, ৫০-এর দশকের পর থেকে যা সব চেয়ে কম। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু থাকায় দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখন বার্দ্ধক্যের দিকে পা বাড়িয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়। জন্মহার খুব দ্রুত গতিতে বেড়ে চলায় ১৯৬০-এর দশক থেকে ‘পরিবার পিছু এক সন্তান’ নীতি মেনে চলত চিন। ২০১৬ সালে ওই নীতি সামান্য হলেও শিথিল করেছিল সরকার। তখন সায় দেওয়া হয় দুই সন্তান নীতিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement