বিদেশিদের জন্য কড়াকড়ি অনেকটাই শিথিল করল চিন। ফাইল চিত্র।
বিদেশিদের জন্য বাধ্যতামূলক নিভৃতবাসের মেয়াদ অর্ধেক করে দিল চিন। এখন কেবলমাত্র সাত দিন নিভৃতবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিন দিনের গৃহ পর্যবেক্ষণে থাকার কথাও বলা হয়েছে। এই নির্দেশে যে সমস্ত বিদেশি চিনে আগামিদিনে প্রবেশ করবেন তাঁরা কিছুটা স্বস্তি পাবেন। এক আগে সে দেশে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের ২১ দিন বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হত চিহ্নিত কিছু হোটেল এবং নির্দিষ্ট কেন্দ্রে।
করোনা অতিমারির সূচনা পর্ব থেকেই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল চিন। বহু দেশের উড়ান প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বিদেশিদের উপরও কড়া নিয়মকানুন জারি ছিল। বিদেশিদের বহু খরচ করে হোটেল বা নির্দিষ্ট কেন্দ্রে থাকতে হত। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তাঁর কিছুটা স্বস্তি পেলেন।