HMPV

শুধুই শীতকালীন সংক্রমণ! নয়া ভাইরাস নিয়ে কী দাবি চিনের? আক্রান্ত বাড়লেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ

কোভিড-১৯ ছড়ানোর ৫ বছর পরে চিনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতেও উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
Share:

চিনে নয়া ভাইরাসের সংক্রমণ। প্রতিনিধিত্বমূলক ছবি।

চিনে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্ক বাড়লেও, এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই দাবি করল চিন। পাশাপাশি, নয়া এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না-হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে নাগরিকদের। চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে এই সংক্রমণের জন্য শীতকালকেই দায়ী করেছে বিদেশ মন্ত্রক।

Advertisement

বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, ‘‘শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। তবে আশ্বস্ত করতে পারি যে, এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সরকার পুরো বিষয়টির উপর নজরদারি চালাচ্ছে।’’ নয়া ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি চিনের হাসপাতালগুলিতে উপচে পড়া রোগীদের ভিড়ের যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের ওই মুখপাত্র। তাঁর দাবি, এই ভাইরাস মারাত্মক নয়। সংক্রমণের হারও গত বছরের তুলনায় কম।

কোভিড-১৯ ছড়ানোর ৫ বছর পরে চিনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতেও উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর আধিকারিক ড. অতুল গয়াল। শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, “বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement