ইন্দিরার বেশে কঙ্গনা। ছবি: সংগৃহীত।
দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে জট কেটেছে। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র মেলেনি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ভারতের জরুরি অবস্থার কথা। ছবির একটি ঝলক মুক্তি পেয়েছিল আগেই। দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এল সোমবার সকালে। এই ঝলকের ইন্দিরা গান্ধীর বেশে কঙ্গনাকে দেখে উত্তেজিত নেটাগরিক। কঙ্গনার অনুরাগীদের দাবি, আরও একটি জাতীয় পুরস্কারের দিকে এগোচ্ছেন অভিনেত্রী!
১ মিনিট ৫০ সেকেন্ডের এই ঝলকে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনও মুখে স্মিত হাসি রেখে বলছেন, “ইন্ডিয়া ইজ় ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ় ইন্ডিয়া।” এক নেটাগরিকের কথায়, “কঙ্গনাকে এই ভাবে দেখে গায় কাঁটা দিচ্ছে।” আর এক অনুরাগী লিখেছেন, “কঙ্গনাকে বিভিন্ন বিষয়ে অপছন্দ হতে পারে। কিন্তু অভিনয় নিয়ে কোনও প্রশ্ন তোলা যায় না। কোনও সন্দেহ নেই, তিনি পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন এই ছবির জন্য। সত্যিই তিনি বলিউডের ‘কুইন’। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেই।”
সেপ্টেম্বর কঙ্গনার এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। এর পর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে। কঙ্গনা অভিযোগ করেছিলেন, সেন্সর বোর্ড অহেতুক তাঁদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছিলেন, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। অবশেষে সেই ছাড়পত্র পায় ছবি। কঙ্গনা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে।