California

California wildfire: পুড়ে খাক ক্যালিফোর্নিয়ার ক্ল্যামাথ জঙ্গল, ছাই হয়ে গেল ৩০ হাজার একর এলাকা

ক্ল্যামাথ ঘেঁসা সিস্কিইউ কাউন্টিতে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ২২:০৬
Share:

শুক্রবার থেকে ক্ল্যামাথ জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছে

পুড়ে ছারখার ক্যালিফোর্নিয়ার ক্ল্যামাথ জাতীয় অরণ্য। দাবানলের জেরে বনভূমির প্রায় ৩০ হাজার একর এলাকায় পুড়ে খাক। জোরে বাতাস বইতে থাকায় দাবানলও ভয়াবহ আকার নিচ্ছে। যার জেরে ওই বন সংলগ্ন শহরগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে। ক্ল্যামাথ ঘেঁসা সিস্কিইউ কাউন্টিতে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন।

Advertisement

গত শুক্রবার থেকে ক্ল্যামাথ জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মন্টানার এলমো শহর। প্রায় ২৮ বর্গ কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরে সিস্কিইউ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের কারণে সালমন-চ্যালিস জাতীয় অরণ্যের ১৭৪.৮ বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গিয়েছে। তা নজরে রেখে দক্ষিণে আইডাহোর বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কথা ভাবা হচ্ছে।

দমকল বিভাগের পক্ষ জানানো হয়েছে, ওরেগন স্টেট লাইনের কাছে একটি গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে। ক্ল্যামাথ ফরেস্টের মুখপাত্র ক্যারোলিন কুইন্টানিলা বলেন, ‘‘জঙ্গলে বাতাস জোরে বইছে। যার জেরে আগুন নিয়ন্ত্রণে আনতেও সমস্যা হচ্ছে। আগুন দ্রুত ছড়াচ্ছেও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement