স্বপ্নপূরণের জন্য কাজ ছাড়লে মিলবে টাকা। গ্রাফিক-তিয়াসা দাস।
সকলেই চায় নিজের পছন্দের কাজ করে রোজগার করতে। কিন্তু চাকরির বাজারে সব সময় পছন্দ মতো কাজ জোগাড় করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু রোজগারের তাগিদে স্বপ্ন-কে পাশে সরিয়ে অপছন্দের কাজই করে যেতে হয় দিনের পর দিন। এই ধরনের কর্মীরা যাতে নিজেদের পছন্দের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে সে জন্য বিশেষ উদ্যোগ নিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা।
ক্যালিফোর্নিয়ার ওই সংস্থা একটি পোশাকের কোম্পানি। সম্প্রতি তারা ঠিক করেছে, তাদের যে কর্মীর সংস্থায় কাজ করতে ভাল লাগছে না, যিনি নিজের স্বপ্নের কোনও কাজ করতে চান, কিন্তু আর্থিক সামর্থ নেই, তিনি কাজ ছেড়ে দিলে তাঁকে স্বপ্নপূরণের জন্য এক লক্ষ ডলার দেওয়া হবে।
তবে শুধু কাজ ছেড়ে দিলেই এক লক্ষ ডলার পাওয়া যাবে না। তার আগে ওই টাকার জন্য আবেদনকারীকে জমা দিতে হবে ৩০ থেকে ১৮০ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখাতে হবে, স্বপ্নপূরণের জন্য কী করতে চান তিনি। আর এখনও পর্যন্ত সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যে কী পদক্ষেপ করেছেন তিনি। বিচারকদের একটি প্যানেল আবেদনকারীদের ভিডিয়ো দেখে সিদ্ধান্ত নেবে ওই টাকা দেওয়ার ব্যাপারে। তবে এক জনকেই দেওয়া হবে ওই টাকা।
আরও পড়ুন: ঘরের দেওয়ালে নয়, এ বার জামাতেই এসি!
আরও পড়ুন: নিজের দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন এই ব্যক্তি! কেন জানেন?