মাঠে কৃষকবন্ধু একাদশও। নিজস্ব চিত্র।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের সূত্র ধরেই ‘নবজোয়ার কাপ’। শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের খড়িকামাথানি স্টেডিয়ামে ‘নবজোয়ার কাপে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। নয়াগ্রাম ব্লক তৃণমূল আয়োজিত ওই প্রতিযোগিতার ফাইনাল আজ, রবিবার। এই প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলির নাম দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামে।
ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের আটটি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। সেই আটটি দলের নাম রাখা হয়েছে লক্ষ্মীর ভান্ডার একাদশ, স্বাস্থ্য সাথী একাদশ, কন্যাশ্রী একাদশ, বাংলার বাড়ি একাদশ, কৃষক বন্ধু একাদশ, সবুজসাথী একাদশ, রূপশ্রী একাদশ ও জোহার একাদশের নামে। সায়নী এ দিন বলেন, ‘‘এটা খুব ভাল উদ্যোগ। মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। এভাবে প্রকল্পের নামগুলি আরও ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের কাছে।’’ তিনি দাবি করেন, ‘‘এখন মাঠে ফুটবল খেলা হচ্ছে। ২০২৬ রাজনীতির মাঠে খেলা হবে।’’
সায়নী ছাড়াও ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত, জেলা যুব তৃণমূলের সভাপতি আর্য ঘোষ প্রমুখ। তৃণাঙ্কুর বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি মানুষের মনে ঢুকে গিয়েছে এটা তার প্রমাণ। এগুলো এখন সব মানুষের প্রকল্পে পরিণত হয়ে গিয়েছে।’’