UK

৩৫০০ বছর আগে এ রকম মাটির পাত্রে করা হত সুরা পান!

অপরটি মাটির পাত্র। সেই মাটির পাত্রটি প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:১৯
Share:

এই মাটির পাত্র সাড়ে তিন হাজার বছরের আগের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে শুরু হয়েছে পুরাতাত্ত্বিক জিনিসের প্রদর্শনী। সেখানে রাখা হয়েছে দু’টি ডিসপোজেবল পাত্র। অর্থাৎ ব্যবহারের পর ফেলে দেওয়া হয় যা। একটি নব্বইয়ের দশকের কাগজের কাপ। অপরটি মাটির পাত্র। সেই মাটির পাত্রটি প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো। আগেকার দিনে বিশেষ আকারের এই মাটির পাত্রই নাকি ব্যবহ়ৃত হত সুরাপানের জন্য।

Advertisement

গবেষকদের অনুমান এই কাপ প্রায় সাড়ে তিন হাজার বছর আগেকার। সে যুগেও ডিসপোজেবল পাত্র ব্যবহারের চল ছিল বলে জানিয়েছেন গবেষকরা। ব্রোঞ্জ যুগের মানুষ মিনোয়ানরা সুরা পান করে এই মাটির পাত্র ফেলে দিত বলে অনুমান তাঁদের।

ব্রোঞ্জ যুগে এই কাপ ব্যবহারের ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামের কিউরেটর জুলিয়া ফারলে বলেছেন, ‘‘আমাদের মতো বাসন ধোয়া পছন্দ ছিল না তাঁদের।’’ পার্টির পর সে যুগের লোকজন ছুঁড়ে ফেলে দিত ওই মাটির পাত্র। ক্রিট দ্বীপে এ ধরনের অনেক নুমনাও পাওয়া গিয়েছে বলে দাবি গবেষকদের। আগামী ২৩ ফেব্রুয়ারি অবধি মিউজিয়ামে চলবে এই কাপের প্রদর্শনী।

Advertisement

আরও পড়ুন: ১৪১ বছর আগে তৈরি করা হয়েছিল এই ফ্রুট কেক!

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় ঘুরছে বিশাল কুমির! ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement