অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। —ফাইল ছবি।
স্বাধীন কাশ্মীরের সমর্থনে বিতর্ক সভা নিয়ে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাল ব্রিটিশ হিন্দুদের সংগঠন। তাদের দাবি, সন্ত্রাস-যোগ রয়েছে এমন দুই বক্তাকে ওই সভায় আমন্ত্রণ জানিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কের আয়োজক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন’। পাশাপাশি ওই বিতর্ক সভায় জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছেন ভারতীয় পড়ুয়া আদর্শ মিশ্র।
‘অক্সফোর্ড ইউনিয়ন’ আয়োজিত সভার বিষয় ছিল ‘স্বাধীন কাশ্মীরে বিশ্বাস করে এই সভা’। সভার বাইরে বিক্ষোভকারী ব্রিটিশ হিন্দুদের সংগঠন ‘ইনসাইট ইউ কে’-র দাবি, সভার দুই বক্তা মুজ্জাম্মিল আয়ুব ঠাকুর ও জ়াফর খানের সংগঠনের জঙ্গি-যোগ নিয়ে তদন্ত হয়েছে। মুজ্জাম্মিল আয়ুব ঠাকুরের সংগঠনের বিরুদ্ধে তদন্ত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড ও এফবিআই।
অন্য দিকে, জ়াফর খান জেকেএলএফের চেয়ারম্যান। ওই সংগঠনের বিরুদ্ধে কাশ্মীরি হিন্দুদের হত্যা ও ১৯৮৪ সালে লন্ডনে ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মাত্রেকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে। ‘ইনসাইট ইউ কে’-এর তরফে স্লোগান দেওয়া হয়, ‘সকলেই জানেন, অক্সফোর্ড ইউনিয়ন জঙ্গিদের পাশে আছে।’ ওঠে ‘ভারত মাতা কি জয়’, ‘জম্মু-কাশ্মীরভারত আছে, ভারত থাকবে’ স্লোগানও।
বিতর্ক সভায় পাকিস্তানপন্থী তথা স্বাধীন কাশ্মীরের পক্ষে বক্তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতীয় পড়ুয়া আদর্শ মিশ্র বলেন, ‘‘জেকেএলএফ অনেক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছে। বার্মিংহামেও তারা খুন করেছে হিন্দু সরকারি আধিকারিকদের। এই সভার উপরে আমাদের বিশ্বাস নেই। অক্সফোর্ড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে আমি অনাস্থা প্রস্তাব পেশ করেছি। কারণ, তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি ছাড়া কিছু নন। তাঁর উপরেও এই সভার কোনও বিশ্বাস নেই।’’