ছবি: টুইটার থেকে সংগৃহীত
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূল থেকে উদ্ধার হল চার শরণার্থী শিশুর মৃতদেহ। শিশুদের বয়স পাঁচ থেকে দশের মধ্যে। বুধবার লিবিয়া
উপকূলে ৩০ জন শরণার্থী বোঝাই একটি নৌকা উল্টে গিয়েছিল। এই শিশুরাও ওই নৌকাতেই ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের দেহ উদ্ধার করেছে, তারা জানিয়েছে, আগামী কয়েক দিনে ডুবে যাওয়া বাকি শরণার্থীদের দেহও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ দিকে, বুধবারই ভূমধ্যসাগরে একটি শরণার্থী বোঝাই নৌকা আটক করে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী। ১২৬ জনের দলটি ইউরোপে যাচ্ছিল। তাঁদের লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।