কাশ্মীর নিয়ে ‘উদ্বিগ্ন’ রাষ্ট্রপুঞ্জ

১৯৪৮ সালে গৃহীত প্রস্তাব মেনে কাশ্মীরে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপুঞ্জের কাছে বারবার দরবার করেছে পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০৩:০০
Share:

ছবি: রয়টার্স।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ রাষ্ট্রপুঞ্জ। কিন্তু জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা লোপ করে ভারত রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ভেঙেছে কি না তা নিয়ে মুখ খুলল না তারা।

Advertisement

১৯৪৮ সালে গৃহীত প্রস্তাব মেনে কাশ্মীরে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপুঞ্জের কাছে বারবার দরবার করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে ফের পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখেছেন। আজ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ জানিয়েছে, কাশ্মীরে নেতাদের আটক রাখা, টেলিকমিউনিকেশন ব্যবস্থা বন্ধ রাখা ও শান্তিপূর্ণ সমাবেশের উপরে নিষেধাজ্ঞায় তারা উদ্বিগ্ন। মানবাধিকার পরিষদের মুখপাত্রের কথায়, ‘‘ওই অঞ্চল থেকে প্রায় কোনও তথ্যই বাইরে আসছে না। এটাই যথেষ্ট উদ্বেগের।’’

কিন্তু ভারত রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ভেঙে‌ছে কি না সেই প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘‘আমরা এই উদ্বেগজনক পরিস্থিতির উপরে নজর রাখছি। মহাসচিব সব পক্ষকেই সংযত হতে বলেছেন। আপাতত এটুকুই বলতে পারি।’’ পাক বিদেশমন্ত্রীর চিঠি পেয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement