— প্রতীকী চিত্র।
ক্লাবের দখলকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সোদপুরের প্রিয়নগর এলাকা। মারামারি করে জখম হলেন অন্তত তিন জন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। যদিও বিবাদমান দুই গোষ্ঠীকে থামাতে গিয়ে বেগ পায় তারা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল থেকে প্রিয়নগর এলাকার একটি ক্লাব চত্বরে মারামারি শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশকে। অন্য দিকে, মারামারি এবং গন্ডগোলের কারণ হিসাবে উঠে আসছে ক্লাব কমিটি তৈরি নিয়ে দ্বন্দ্বের কথা।
জানা গিয়েছে, প্রিয়নগর ক্লাবের যে কমিটি রয়েছে, তা পরিচালনা করত একটি গোষ্ঠী। সম্প্রতি সেই কমিটি ভেঙে নতুন কমিটি গড়ার চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেই নিয়ে রবিবার ক্লাব প্রাঙ্গণেই একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু আলোচনার নামে তর্কবিতর্ক হয়। সেখান থেকে শুরু হয় মারামারি।
স্থানীয়েরা জানিয়েছেন দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে বেশ কয়েক জন আহত হয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ সূত্রের খবর, জখমের সংখ্যা তিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আরও বাহিনী যায়। তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘটনায় আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি।