International News

পাক সংবাদমাধ্যমে দিনভর শিরোনামে ৩৭০ ধারা, গুরুত্ব বিরোধীদের বক্তব্যে

৩৭০ ধারা রদ করার পরই কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে বলে একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে। কিন্তু যে ছবি দেখানো হয়েছে, সেটা আসলে পুরনো ছবি। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ১৮:০৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

জম্মু-কাশ্মীর নিয়ে ভারতে ছোটখাটো কোনও সিদ্ধান্ত হলেও পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া হয়। সোমবার সেখানে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সংবিধানের ৩৭০ ধারা তুলে দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিল কেন্দ্র। এই সিদ্ধান্তের পর তাই পাকিস্তানেও তীব্র প্রতিক্রিয়া। সমস্ত টিভি চ্যানেলে আলোচনার কেন্দ্রে ৩৭০ ধারার বিলোপ। নিউজ পোর্টালগুলির শিরোনামেও এই খবর। ছাপা হয়েছে একাধিক প্রতিবেদন।

Advertisement

পাক সরকারের বিদেশ মন্ত্রক মন্ত্রক নিন্দা করে বিবৃতি দিয়েছে। তারই প্রতিফলন পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিতেও। টিভি, নিউজ পোর্টালগুলির অধিকাংশই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। জম্মু কাশ্মীরে অশান্তি ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কোনও কোনও সংবাদ মাধ্যম। আবার নিয়ন্ত্রণরেখা এবং কাশ্মীরে আগ্রাসন বাড়াচ্ছে বলেও একাধিক প্রতিবেদন পাক সংবাদ মাধ্যমে। আবার ৩৭০ ধারা রদ করার পরই কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে বলে একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে। কিন্তু যে ছবি দেখানো হয়েছে, সেটা আসলে পুরনো ছবি।

পাকিস্তানের প্রথম সারির টিভি চ্যানেলগুলির মধ্যে অগ্রগণ্য ‘জিও নিউজ’। তাদের সুরও প্রায় একই প্রায় একই। অর্থাৎ সিদ্ধান্তের তুমুল সমালোচনা এবং বিরোধী ও কাশ্মীরের নেতাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ইসলামাবাদের অবস্থানেরও উল্লেখযোগ্য উপস্থিতি জিও নিউজ চ্যানেলে। পিছিয়ে নেই অন্য টিভি চ্যানেলগুলিও। ৩৭০ ধারা রদের ঘোষণা হতেই চ্যানেলে চ্যানেলে শুরু হয়ে যায় ব্রেকিং নিউজ। তার পর দিনভর সেই চর্চাতেই সরগরম ছিল চ্যানেলগুলি। প্রায় সব চ্যানেলেই অতিথিদের বসিয়ে আলোচনা হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে।

Advertisement

পাকিস্তানের নিউজ পোর্টাল ‘ডন’-এ ভারতের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে উল্লেখ করে পাক সরকারের বিবৃতি দিয়ে শিরোনাম করা হয়েছে। বলা হয়েছে, ভারতের বেআইনি সিদ্ধান্তকে প্রতিরোধ করতে সমস্ত বিকল্প খুঁজে বার করবে। একই সঙ্গে বড় করে প্রকাশিত হয়েছে মূল খবরটি। ভারতের বিরোধীরা যে ‘গণতন্ত্রের কালো দিন’, ‘সংবিধানের হত্যা’— এই ধরনের মন্তব্য করেছেন, সেগুলি এক জায়গায় করে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ‘ডন’।

আরও পডু়ন: ভারতের ভাঙন শুরু: চাঞ্চল্যকর মন্তব্য চিদম্বরমের, ‘চরম বিশ্বাসঘাতকতা’, টুইট ওমর-মেহবুবার

অন্য নিউজ পোর্টালগুলিতেও প্রায় একটি ছবি। ‘আগা নিউজ’, সামা নিউজের মতো পোর্টালগুলিতে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরুদ্ধ মনোভাবাপন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement