Carbon Emission

নেতৃত্বে ভুটান, এ বার কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গড়া হল নতুন আন্তর্জাতিক মঞ্চ ‘জি-জ়িরো’

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বুধবার বলেন, ‘‘এই মুহূর্তে পৃথিবীতে যে ক’টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান তার মধ্যে অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যেরাও গ্রহণ করুক।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৩৯
Share:

আজ়ারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কপ ২৯’-এর সম্মেলনের পার্শ্ববৈঠকে তৈরি নতুন গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে ‘জি-জ়িরো’। ছবি: সংগৃহীত।

কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমানোর উদ্দেশ্যে ভারতের পড়শি ভুটানের নেতৃত্বে চার ‘কার্বন নিরপেক্ষ দেশ’ নতুন এক গোষ্ঠী তৈরি করল। আজ়ারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘কপ ২৯’-এর সম্মেলনের পার্শ্ববৈঠকে তৈরি নতুন গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে ‘জি-জ়িরো’।

Advertisement

ভুটান ছাড়া চতুর্দেশীয় গোষ্ঠীতে রয়েছে পানামা, সুরিনাম এবং মাদাগাস্কার। চতুর্দেশীয় রাষ্ট্রগোষ্ঠীর আহ্বায়ক ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বুধবার বলেন, ‘‘এই মুহূর্তে পৃথিবীতে যে ক’টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান তার মধ্যে অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যেরাও গ্রহণ করুক। আমাদের নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্যপূরণে কাজ করবে।’’ তিনি জানান, জি-জ়িরো গঠনের মাধ্যমে তাঁরা বিকল্প পথের সন্ধান দিতে চান গোটা বিশ্বকে।

যদিও পৃথিবীর অন্যতম পেট্রোলিয়াম উৎপাদক দেশ আজ়ারবাইজানে এই সম্মেলনের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ‘সিওপি২৮’-এ পরিবেশ কর্মসূচির শীতল-জোট বা ‘কুল কোয়ালিশন’ অঙ্গীকারপত্র তৈরি হয়েছিল গত বছর। ২০৫০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ২০২২ সালের তুলনায় ৬৮ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তাতে। রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রের মতো ঠান্ডা-করার বিভিন্ন প্রযুক্তি যাতে দীর্ঘমেয়াদে সহনীয় ও টেকসই করা যায়, সেই সংক্রান্ত উদ্ভাবনে বড়সড় বিনিয়োগের কথা থাকছে। বলা হচ্ছে এই সংক্রান্ত পণ্যে মাসুল বাড়ানোর কথাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement