Alexander Lukashenko

পরমাণু হানার হুমকি বেলারুসের লুকাশেঙ্কোর

গত জুন মাসে মিত্র দেশ বেলারুসে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

মিনস্ক শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ০৭:১০
Share:

বেলারুসের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো। —ফাইল চিত্র।

পরমাণু হামলার হুমকি দিলেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো। সম্প্রতি বেলারুসের কার্যকলাপ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া। তাদের দাবি, রাশিয়ার বেসরকারি সেনা সংস্থা ওয়াগনার গ্রুপকে আশ্রয় দিচ্ছে বেলারুস। এই পরিস্থিতিতে লুকাশেঙ্কো বলেছেন, ‘‘পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া যদি আমাদের দেশে আগ্রাসন চালায়, তা হলে আমরাও অবিলম্বে জবাব দেব।’’

Advertisement

গত জুন মাসে মিত্র দেশ বেলারুসে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেছিলেন। সেখানে রীতিমতো রুশ পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করেছে মস্কো। পরমাণু অস্ত্রের সংখ্যা নিয়ে নিশ্চিত নন কেউ, তবে আমেরিকার ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি (ডিআইএ) বলেছে, ‘‘পুতিনের পরমাণু অস্ত্র পাঠানোর দাবি নিয়ে কারও মনে কোনও
সংশয় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement