অমিত শাহের সঙ্গে পলানীস্বামী-সহ এডিএমকে নেতারা। ছবি: পিটিআই।
বছর ঘুরলেই বাংলার সঙ্গে বিধানসভা ভোটের মুখোমুখি হবে তামিলনাড়ু। সেখানে কি আবার প্রধান বিরোধী দল এডিএমকের সঙ্গে হাত মেলাবে বিজেপি? মঙ্গলবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এডিএমকে প্রধান ইকে পলানীস্বামীর বৈঠকের পরে এই প্রশ্ন উঠে গিয়েছে দ্রাবিড় রাজনীতিতে।
এডিএমকের একটি সূত্রে বুধবার বলা হয়েছে ‘বৈঠক ইতিবাচক’। প্রসঙ্গত, তামিলনাড়ুর বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে এনডিএ ছেড়েছিলেন পলানীস্বামী। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংঘাত এ ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল বলে দলের একটি সূত্রের দাবি।
গত বছর লোকসভা ভোটের আগে পলানীস্বামীর দলকে এনডিএ-তে ফেরানোর লক্ষ্যে এডিএমকে-এর সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু তার মধ্যেই একঝাঁক নেতা এডিএমকে ছেড়ে বিজেপিতে গেলে নতুন করে টানাপড়েন তৈরি হয়। লোকসভা ভোটে আলাদা ভাবে স্থানীয় কয়েকটি দলের সঙ্গে সমঝোতা করে লড়েছিল এনডিএমকে এবং বিজেপি। বহিষ্কৃত এডিএমকে নেতা তথা তামিলনাড়ুর আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নীরসেলভম হাত মেলান বিজেপির সঙ্গে। কিন্তু সে রাজ্যের ৩৯টি লোকসভা আসনই জিতে নেয় ই ডিএমকে-কংগ্রেস-বামেদের জোট। পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই কি আবার কাছাকাছি আসতে চলেছে বিজেপি-এডিএমকে?