আমি একা নাম কামিয়ে চলে গেলাম, এতে বিশ্বাসী নই : গৌরব
ছোটপর্দায় কাজের সুযোগ, নিজের মূল্যবোধ, ভাবনা সব নিয়ে মন খুললেন গৌরব রায়চৌধুরী।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৫:৫৮
Share:
Advertisement
‘পুবের ময়না’ ধারাবাহিকে রোদ্দুর এবং ময়নার জীবনে নয়া মোড়। ডিভোর্স পেপারে সই করে দিয়েছেন ময়না। এর পর কী ভাবে এগোবে ধারাবাহিকের গল্প। কী করবে রোদ্দুর? সেই সব নিয়ে গৌরব রায়চৌধুরীর সঙ্গে জমল আড্ডা।