(বাঁ দিকে) খালেদা জিয়া। তারেক রহমান (ডান দিকে)। —ফাইল চিত্র।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবার ফৌজদারি মামলা প্রত্যাহার হল। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পরে এ বার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা। এর ফলে লন্ডন থেকে তাঁর দেশে ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, ২০১৪ সালে লন্ডনে একটি আলোচনাসভায় তারেক রহমান বিতর্কিত বক্তৃতা করেছিলেন। এর পর তৎকালীন শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার তরফে তারেকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালতের নির্দেশে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। পরে তদন্ত করে পুলিশ এ মামলায় আদালতে তারেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল।
কিন্তু বুধবার বিচার পর্বে অভিযোগকারী ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। এর আগে চলতি মাসে রাজনৈতিক হিংসা এবং আর্থিক দুর্নীতির মামলাতেও বিনা শর্তে মুক্তি পেয়েছিলেন তারেক। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন খালেদা বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ। তারেক গত কয়েক বছর ধরে বিদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি। এ বার একের পর এক মামলা প্রত্যাহার তাঁর দেশে ফেরার পথ প্রশস্ত করছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।