Social Media Ban

১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করে দিল অস্ট্রেলিয়া সরকার, বিশ্বে প্রথম

অস্ট্রেলিয়ার নতুন আইনে বলা হয়েছে, আগামী দিনে ১৬ বছরের কমবয়সি কেউ সমাজমাধ্যম ব্যবহার করতে পারবে না। তা করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২১:০০
Share:

অস্ট্রেলিয়ায় ছোটদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছোটদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে দিল অস্ট্রেলিয়া সরকার। ১৬ বছরের কমবয়সিরা অস্ট্রেলিয়ায় আর সমাজমাধ্যম ব্যবহার করতে পারবে না। ফেসবুক, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম প্রভৃতি সব প্রচলিত সমাজমাধ্যমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অস্ট্রেলিয়ার সেনেটে এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। আইন করে ছোটদের সমাজমাধ্যম ব্যবহার বন্ধ করা হয়েছে। সমাজমাধ্যমের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ বিশ্বে প্রথম। এর আগে আর কোনও দেশ এই পথে হাঁটেনি।

Advertisement

অস্ট্রেলিয়ার নতুন আইনে বলা হয়েছে, আগামী দিনে ১৬ বছরের কমবয়সি কাউকে সমাজমাধ্যম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ছোটদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব সংস্থাগুলিরই। তারা তা না করতে পারলে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তিন কোটি ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ নির্দিষ্ট করা হয়েছে ওই সংস্থাগুলির জন্য।

সমাজমাধ্যম ছোটদের জন্য নিষিদ্ধ করার বিল বুধবার অস্ট্রেলিয়ার সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সেনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩৪টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১৯টি। এ ছাড়া, হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্‌সে এর পক্ষে ১০২টি ভোট এবং বিপক্ষে ১৩টি ভোট পড়েছে।

Advertisement

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, কিছু শিশু অধিকার সুরক্ষা কমিটির তরফে এই বিলের বিরোধিতা করা হয়েছে। তবে দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে।

অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে বলে মনে করছেন অনেকে। এক্সের মালিক ইলন মাস্ক আমেরিকার নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তিনি এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, এ ভাবে পরোক্ষে অস্ট্রেলিয়া সরকার ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement