Punjab Crime News

স্কুলে ‘অশ্লীল’ ভিডিয়ো দেখাচ্ছেন শিক্ষক! লজ্জায় বাড়ি ফিরে কান্না ছাত্রীদের, গ্রেফতার অভিযুক্ত

পঞ্চম শ্রেণির ছাত্রীদের হেনস্থার অভিযোগে পঞ্জাবের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্রীদের নিভৃতে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিয়ো দেখাতেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৮
Share:

ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতার শিক্ষক। —প্রতীকী চিত্র।

পঞ্চম শ্রেণির ছাত্রদের ‘অশ্লীল’ ভিডিয়ো দেখানোর অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের মধ্যেই তিনি ছাত্রীদের নিভৃতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করতেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষও অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন।

Advertisement

পঞ্জাবের মোহালির একটি স্কুলের ঘটনা। অভিযুক্ত অমনপ্রীত সিংহ নামের ৩৫ বছরের এক যুবক। তিনি স্কুলে খেলাধূলার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, পঞ্চম শ্রেণির ছাত্রীদের তিনি ক্লাসের ফাঁকে স্কুলের বেসমেন্টে নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে যেতেন। সেখানে তাঁদের ‘অশ্লীল’ ভিডিয়ো দেখাতেন। এমনকি, ছাত্রীদের তিনি চুম্বন করতেও বলেছেন বলে অভিযোগ। কোনও ছাত্রীর বয়স ১০ বছরের বেশি নয়। শিক্ষকদের এই আচরণে তারা অস্বস্তিতে পড়েছে দিনের পর দিন। শেষে বাড়িতে অভিভাবকদের এ কথা জানিয়েছে।

অভিভাবকদের বক্তব্য, স্কুলের বেসমেন্টে ডেকে নিয়ে গিয়ে ছাত্রীদের স্পর্শ করেছেন ওই শিক্ষক। চুম্বন করতে বলেছেন। দেখিয়েছেন অশ্লীল ভিডিয়ো। বাড়িতে গিয়ে এই অস্বস্তিকর পরিস্থিতির কথা জানিয়ে কেঁদে ফেলে ছাত্রীরা। শিক্ষকদের বিরুদ্ধে নালিশ করে বাবা-মায়ের কাছে। এর পরেই অভিভাবকেরা একজোট হয়ে স্কুলে যান এবং শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।

Advertisement

স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাঁকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। স্কুলে গিয়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধরনের আচরণকে স্কুল কর্তৃপক্ষ সমর্থন করেন না বলেও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement