ইরাকের হাসপাতালে আগুন। ছবি টুইটার থেকে নেওয়া।
ইরাকের একটি করোনাভাইরাস হাসপাতালে থাকা অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। এ ছাড়া বহু মানুষ আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। সোমবার ঘটনাটি ঘটেছে ইরাকের নাসিরিয়া শহরে।
অক্সিজেন সিলিন্ডারে আগুনের জেরে হাসপাতাল চত্বর ভরে যায় কালো ধোঁয়ায়। এই রকম পরিস্থিতিতেই শুরু হয় উদ্ধার কাজ। যদিও উদ্ধার করার আগেই হাসপালাতে ভর্তি অনেক রোগীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তিন মাস আগে ৭০টি শয্যা নিয়ে ওই হাসপাতালে খোলা হয়েছিল কোভিড ওয়ার্ড। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ৬৩ জন রোগী ছিলেন।
নাসিরিয়ার এক স্বাস্থ্য অধিকর্তা বিষয়টি নিয়ে জানিয়েছেন, আগুন লাগার সময় আশপাশ এত ঘন ধোঁয়ায় ভরে গিয়েছিল, যে উদ্ধার কাজ চালাতে সমস্যায় পড়তে হয়েছে। তবে ঘটনার পরই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদহিমি। নাসিরিয়ার বেশ কয়েকজন সরকারি আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।