ব্রিকসের মঞ্চে মোদী। ছবি: পিটিআই।
ব্রিকসের মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নির্মূলের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাশিয়ার কাজ়ানে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, মাসুদ পেজ়েশকিয়ান-সহ ৩৬ জন রাষ্ট্রনেতার উপস্থিতিতে তাঁর মন্তব্য, ‘‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সদিচ্ছা নির্ধারণের কোনও দ্বৈত মাপকাঠি থাকতে পারে না। দ্বিচারিতা চলতে পারে না।’’
সন্ত্রাসে মদত এবং অর্থসাহায্য বন্ধ করার জন্য ব্রিকসের সদস্য এবং পর্যবেক্ষক দেশগুলির যৌথ পদক্ষেপের পক্ষেও সওয়াল করেন মোদী। বলেন, ‘‘আমাদের যুবসমাজকে সন্ত্রাসের পথ থেকে বিরত রাখতে সক্রিয় পদক্ষেপ করতে হবে।’’ পাকিস্তানের ‘মিত্ররাষ্ট্র’ চিনের প্রেসিডেন্টই মোদীর ওই মন্তব্যের নিশানা বলে মনে করছেন অনেকে। কারণ, গত কয়েক বছরে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে বেশ কয়েক জন পাক জঙ্গির বিরুদ্ধে ভারত প্রস্তাব আনলেও চিনের ভেটোর কারণে তা পাশ হতে পারেনি।
ঘটনাচক্রে, ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে বুধবার জিনপিংয়ের সঙ্গে পার্শ্ববৈঠকও করেন মোদী! মূল সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তৃতায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র অপব্যবহার এবং সাইবার নিরাপত্তার প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের কাছে আমাদের নতুন উদাহরণ তৈরি করতে হবে।’’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে কিছু জরুরি কাজ থাকায় ব্রিকসের মূল সম্মেলন এবং কয়েকটি পার্শ্ববৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রাশিয়া থেকে বুধবারই ফিরে আসবেন। বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনের শেষ দিন ব্রিকস ঘোষণাপত্র প্রকাশিত হবে। ভারতের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।