দিগ্বেশ রাঠী। ছবি: আইপিএল।
দিগ্বেশ রাঠী। লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার আইপিএলে নজর কেড়েছেন পারফর্ম করে। তবে আলোচনায় উঠেছেন দু’বার শাস্তি পেয়ে। উইকেট নেওয়ার পর ব্যাটারের মুখের সামনে ‘নোটবুক সেলিব্রেশন’ করে দু’বার জরিমানা দিয়েছেন। তবু মঙ্গলবার ইডেনে সুনীল নারাইনকে আউট করে একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে বদলেছেন ধরন।
প্রথম বার ‘নোটবুক সেলিব্রেশন’ করে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিয়েছিলেন দিগ্বেশ। তা থেকে শিক্ষা নেননি। দ্বিতীয় বার একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করায় তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করা হয় সতর্কও। জানিয়ে দেওয়া হয়, তৃতীয় বার আইপিএলের আদর্শ আচরণবিধি ভঙ্গ করলে নিলম্বিত (সাসপেন্ড) করা হতে পারে। তবু ইডেনেও নিজের ‘নোটবুক সেলিব্রেশন’-এ অবিচল থাকলেন লখনউয়ের স্পিনার।
ইডেনে বিপজ্জনক হয়ে ওঠা নারাইনকে আউট করেছেন দিগ্বেশ। তার পর করেছেন ‘নোটবুক সেলিব্রেশন’। তবে বদলেছেন ধরন। এত দিন আউট হওয়া ব্যাটারের কাছাকাছি বা মুখের সামনে গিয়ে হাতের তালুতে লেখার ভঙ্গি করছিলেন। এ দিন আর নারাইনের কাছে যাননি। নিজের আদর্শকে আউট করে মাঠের উপর লেখার ভঙ্গি করেন দিগ্বেশ।
নিলম্বিত হওয়ার সম্ভাবনা এড়াতেই কি উচ্ছ্বাস প্রকাশের ধরন বদলালেন দিল্লির ২৫ বছরের তরুণ? না কি, নিজের আদর্শের প্রতি শ্রদ্ধায়? স্পিনার দিগ্বেশের আদর্শ ক্যারাবিয়ান অলরাউন্ডার। নারাইনের সঙ্গে তাঁর বোলিং অ্যাকশনেরও মিল রয়েছে। এক সাক্ষাৎকারে নারাইনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন দিগ্বেশ। কলকাতায় খেলতে এসে আদর্শ ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। বোলিং সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন।
কারণ যাই হোক। ধরন যাই হোক। প্রিয়াংশ আর্য, নমন ধীরের পর দিগ্বেশের ‘নোটবুক’-এ উঠল নারাইনের নাম।