কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে ভারত: ইমরান

ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০৩:০১
Share:

পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি।

কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ ইমরান খানের। পাক প্রধানমন্ত্রীর দাবি, পুলওয়ামার পরেও এমন অবস্থা তৈরি হয়েছিল। এই দাবি উড়িয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘আতঙ্ক সৃষ্টি করছেন ওঁরাই। আন্তর্জাতিক মহল কোনও যুদ্ধ-পরিস্থিতি দেখছে না। এ-সবই হল ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।’’

Advertisement

ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান। গত কাল তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি (ফল্‌স ফ্ল্যাগ অপারেশন) তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের উপরে দায় পড়ে।

ইমরানের কথায়, ‘‘এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এ ভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু ওরা (ভারত) ভোটে পুলওয়ামার ফায়দা নিতে চাইল। এখন চেষ্টা চালাচ্ছে আমাদের এফএটিএফ-এর কালো তালিকায় তোলার।’’ রবীশ কুমারের প্রতিক্রিয়া, ‘‘নতুন বাস্তবকে প্রত্যক্ষ করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান। ’’

Advertisement

আরও পড়ুন: জম্মুতে উঠল ১৪৪ ধারা, স্কুল খুলল সাম্বা-কাঠুয়ায়, বিক্ষিপ্ত বিক্ষোভ ‘শান্তির’ কাশ্মীরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement