Apple

Apple: এ বার এক টুকরো কাপড়ও বেচবে অ্যাপল, বাজারে যার দাম ১,৯০০ টাকা

অন্য কাপড়ের সঙ্গে অ্যাপলের এই কাপড়ের মৌলিক পার্থক্য কী, সে ব্যাপারে এখনও বিশদে জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৫:৩০
Share:

এ বার এক টুকরো কাপড়ও বেচবে অ্যাপল

কিছু আগেই বাজারে আইফোন ১৩ নিয়ে হাজির হয়েছে অ্যাপল। এ বার ওই মোবাইল পরিষ্কার করার ‘কিট’ নিয়ে এল আমেরিকার বহুজাতিক টেক-কোম্পানি। ‘কিট’ বলতে এক টুকরো ওই কাপ়ড়। অন্য কাপড়ের সঙ্গে এই কাপড়ের মৌলিক পার্থক্য কী, সে ব্যাপারে এখনও বিশদে জানা যায়নি। তবে ওই কাপড়ের কোনও এক কোণায় অ্যাপলের লোগো থাকায় অনেকের কাছে তা আকর্ষণের কারণ হয়ে উঠেছে।
এমনিতে এই ধরনের যে কোনও মাইক্রোফাইবার কাপ়ড়ের দাম বাজারে মেরেকেটে দেড় ডলার অর্থাৎ ১১০ টাকার মতো। কিন্তু অ্যাপলের তৈরি ওই কাপড় আমেরিকার বাজারে বিক্রি হবে ১৯ ডলারে। ভারতে যার দাম হতে পারে ১৯০০ টাকা।

Advertisement

অ্যাপলের তরফে জানানো হয়েছে, ‘‘আইফোন, আইপ্যাড, ম্যাকবুক— যে কোনও অ্যাপলের ডিভাইস পরিষ্কার করার জন্য ওই কাপড় ব্যবহার করা যেতে পারে।’’ অ্যাপলের কাপড় বাজারে আসতেই তা কেনার হিড়িক শুরু হয়ে গিয়েছে। বিগত কয়েক দিনে তা এতই বিক্রি হয়েছে যে জোগানেও ঘাটতি পড়েছে। তাই ডেলিভারি দিতে ৩-৪ সপ্তাহ দেরি হতে পারে বলেও জানিয়েছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement