Student Missing in London

লন্ডন থেকে হঠাৎ উধাও ভারতীয় ছাত্র! বিদেশ মন্ত্রীর কাছে কাতর আর্জি বিজেপি নেতার

ভাটিয়া পূর্ব লন্ডনের লুফবরো বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্তোর পড়তে গিয়েছিলেন। রবিবার তাঁর বিশ্ববিদ্যালের পরিচয় পত্রের ছবি এবং রেসিডেন্স পারমিটের ছবি দিয়ে এক বিজেপি নেতা দু’টি ফোন নম্বরও শেয়ার করেছেন নিজের পোস্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫০
Share:

নিখোঁজ জি এস ভাটিয়া। ছবি: সংগৃহীত।

লন্ডনে পড়াশোনা করতে যাওয়া এক ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত দু’দিন ধরে।

Advertisement

শেষ বার তাঁকে দেখা গিয়েছিল পূর্ব লন্ডনে। সেখানকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র ক্যানারি হোয়ার্ফ নামের একটি বহুতলের ভিতরে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পর তিনি কোথায় গেলেন তা আপাতত অজানা। তার পর থেকে আর কেউ দেখেননি ওই ভারতীয় ছাত্রকে।

এ ব্যাপারে লন্ডন পুলিশের কাছে অভিয়োগ জানিয়েও লাভ না হওয়ায় শেষে ভারতের বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছেন এক বিজেপি নেতা। রবিবার এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উল্লেখ করে এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

Advertisement

ওই বিজেপি নেতার নাম মনজিনদার সিংহ সিরসা। তিনি পঞ্জাব বিজেপির সদস্য। যে ভারতীয় ছাত্রের সন্ধানের জন্য বিদেশমন্ত্রীর সাহায্য চেয়েছেন তিনি, সেই ছাত্রও পঞ্জাবেরই বাসিন্দা। নাম জি এস ভাটিয়া।

ভাটিয়া পূর্ব লন্ডনের লুফবরো বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্তোর পড়তে গিয়েছিলেন। রবিবার তাঁর বিশ্ববিদ্যালের পরিচয় পত্রের ছবি এবং রেসিডেন্স পারমিটের ছবি দিয়ে ওই বিজেপি নেতা দু’টি ফোন নম্বরও শেয়ার করেছেন নিজের পোস্টে।

তিনি লিখেছেন, গত ১৫ ডিসেম্বর ভাটিয়াকে ক্যানারি হোয়ার্ফে দেখা গিয়েছিল শেষ বার। তার পর আর তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি। তাঁর নিজের থাকার জায়গাতেও ফেরেননি।

তা হলে কোথায় উধাও হয়ে গেলেন ওই ভারতীয় তরু‌ণ? বিজেপি নেতা এক্সে আর্জি জানিয়েছেন, তাঁর পোস্টটি যেন যত বেশি সম্ভব শেয়ার করা হয়, যাতে ওই ভারতীয় ছাত্রের ব্যাপারে কারও কাছে যদি কোনও তথ্য থেকে থাকে, তবে তা যেন অবিলম্বে জানা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement