তখনও বেঁচে। ছবি: ফেসবুক
রোমে যাওয়া হল না। মারা গেল ২৩ মাসের অ্যালফি।
২০১৬ সাল থেকে ব্রিটেনের লিভারপুলের শিশু হাসপাতালে চিকিৎসা চলছিল অ্যালফি ইভান্সের। কোনও এক বিরল রোগে তার স্নায়ুতন্ত্র ক্রমশ অকেজো হয়ে পড়ছিল। এত দিন জীবনদায়ী ব্যবস্থায় রেখে চিকিৎসা চলছিল শিশুটির। সম্প্রতি হাত তুলে নিয়েছিলেন চিকিৎসকেরা। এ ভাবে চিকিৎসা চালিয়ে যেতে নারাজ তাঁরা। সোমবার রাতে জীবনদায়ী ব্যবস্থা থেকে বার করে আনা হয় অ্যালফিকে। কিন্তু অ্যালফির বাবা টম ইভান্স ও মা কেট জেমস চিকিৎসা চালিয়ে যাওয়ার আর্জি নিয়ে কোর্টের দ্বারস্থ হন। সম্প্রতি হাইকোর্ট খারিজ করে সেই আর্জি। সেই নির্দেশের বিরুদ্ধেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন টম-কেট।
দম্পতি চাইছিলেন, রোমে ভ্যাটিকানের হাসপাতালে অ্যালফিকে নিয়ে যেতে। কোর্ট তাতে জানিয়েছিল, এই অবস্থায় শিশুটিকে রোমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অ্যালফির বাবা-মা। এ বিষয়ে হস্তক্ষেপ করেন পোপ ফ্রান্সিস এবং ইতালি সরকার। রোম শিশুটিকে নাগরিকত্ব দেওয়ার কথাও ভাবছিল। অ্যালফির মৃত্যুর খবর শুনে পোপ ফ্রান্সিস বলেন, ‘‘ঈশ্বরই ওকে কোলে তুলে নিয়েছেন।’’
সোমবার জীবনদায়ী ব্যবস্থা থেকে বার করে আনার পরে ক’দিন স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল অ্যালফি। তাতেই আশার আলো দেখছিলেন টম-কেট। টম আজ ফেসবুকে পোস্ট করেন, ‘‘বর্ম নামিয়ে রেখেছে আমার ছোট্ট যোদ্ধা। ডানা মেলেছে আকাশে। তোমায় অনেক ভালবাসা।’’