Jerusalem

Journalist died in west bank: ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলা সাংবাদিক শিরিনের

ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সামরিক অভিযান চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আলেখের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৩:১৯
Share:

যুদ্ধক্ষেত্রে হত সাংবাদিক শিরিন টুইটার থেকে নেওয়া।

খবর করতে গিয়ে প্রাণ গেল এক সাংবাদিকের। এ বার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক।

ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলের সাংবাদিক শিরিন। সেই সময় সামরিক অভিযান চালাচ্ছিল ইজরায়েল। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, খবর সংগ্রহের কাজ করার সময়ই আচমকা গুলিবিদ্ধ হন শিরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জেরুজালেমের ‘আল-কুদ’ নামে অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি এখন ভাল আছেন।

Advertisement

প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের। তবে ইজরায়েলের সামরিক বিভাগ এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্রের খবর, ইজরায়েলের অভ্যন্তরে একাধিক হামলার ঘটনার পর ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েলের সেনা। জেনিন শহর থেকেই ইজরায়েলে হামলার ছক কষা হয়েছিল বলে মনে করছে তেল আভিভ। সেই কারণেই এই শহরে তীব্র আক্রমণ চালাচ্ছে তারা। বুধবার সেই হামলারই বলি হলেন সাংবাদিক শিরিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement