বোমা বৃষ্টিতে জঙ্গি মরছে কত, আর কত নিরীহ মানুষ?

প্যারিসে আইএস জঙ্গিদের নৃশংস হামলার পর সিরিয়াতে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর হামলা জোরদার করার ঘোষণা করে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলা। ফ্রান্সের কথার সমর্থন করে সিরিয়ার উপর আক্রমণ আরও তীব্র করেছে পৃথিবীর অনান্য মহাশক্তিধর রাষ্ট্র।

Advertisement
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ১৬:৩৬
Share:

প্যারিসে আইএস জঙ্গিদের নৃশংস হামলার পর সিরিয়াতে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর হামলা জোরদার করার ঘোষণা করে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলা। ফ্রান্সের কথার সমর্থন করে সিরিয়ার উপর আক্রমণ আরও তীব্র করেছে পৃথিবীর অনান্য মহাশক্তিধর রাষ্ট্র। মুহুর্মুহু বিমান হানা চালাচ্ছে বিমান। প্রত্যেকেরই দাবি হামলা করা হচ্ছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই। পৃথিবীর সমস্ত বড় মিডিয়া হাউসগুলো রোজ ফলাও করে জঙ্গি মৃত্যুর হিসেব দিচ্ছে। কিন্তু, গ্রাউন্ড রিয়েলিটিটা কি এটাই? কী বলছেন সিরিয়ার সাধারণ মানুষ, মিডিয়া? সোশ্যাল মিডিয়ায় সিরিয়ানদের প্রোফাইলে একের পর এক ছবি কিন্তু উল্টো দাবি করছে। তাঁদের দাবি শুধু জঙ্গি নয়, এই আক্রমণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত সিরিয়ার সাধারণ মানুষ। বাতাসে তীব্র বারুদের গন্ধ, এক একটা হামলায় মুহূর্তের মধ্যে ‘নেই’ হয়ে যাচ্ছে একের পর এক জনপদ।

Advertisement

এরাও জঙ্গি? ফোটো গ্যালারি দেখতে ক্লিক করুন

যুদ্ধ পরিস্থিতির আসল অবস্থা লেন্সবন্দি করতে ক্যামেরা কাঁধে বেরিয়ে পরেছিলেন সাবা প্রেসের সাংবাদিক জুমা আল আহমেদ। পরপর তিনটি বিস্ফোরণের ছবি আটকা পড়েছে তাঁর ভিডিও ক্যামেরায়। হাড় হিম করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে গুঁড়িয়ে যাচ্ছে ইমারত, তাসের ঘরের মত ভেঙে পড়ছে বাসভূমি। রাস্তায় প্রাণভয়ে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ। কোথাও অসহায় বাবা চেষ্টা করছেন পাথরের তলায় চাপা পড়া ছোট্ট শিশুকে কোনও রকমে উদ্ধার করার। কোথাও ধ্বংসস্তূপের তলা থেকে উঁকি মারছে একরত্তি শিশুর লাশ। এই ছবি তুলতে গিয়ে হঠাত্ আসা একটা মিসাইল কেড়ে নিয়েছে জুমার প্রাণ। কিন্তু কাড়তে পারেনি তাঁর ক্যামেরাটাকে। জুমার তোলা ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিড়িয়ায়।

Advertisement

দেখুন জুমার তোলা সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement