Explosions in Brazil

মোদীর সফরের আগেই জঙ্গিহানা ব্রাজিলে! সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণ, নিহত এক, তদন্তে পুলিশ

জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন মোদী। প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১০:৪৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকা। ভারতীয় সময় বুধবার গভীর রাতে (ব্রাসিলিয়ায় তখন দুপুর) সুপ্রিম কোর্টের সামনের ওই অঞ্চলে হঠাৎই দু’টি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে একে জঙ্গিহানা বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বিস্ফোরণে এক জনের মৃত্যুর কথা জানিয়েছে ফেডারেল পুলিশ। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। খালি করে ফেলা হয় আদালত চত্বর। অদূরের সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী, সরকারি আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন। তার আগে এই বিস্ফোরণের নেপথ্যে কোন কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ। এর আগে ২০২৩ সালের ৮ জানুয়ারি এই এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল। কয়েক হাজার বিক্ষোভকারী ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায় সরকারি ভবনগুলিতে ঢুকে পড়ে ভাঙচুর চালিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement