China

আন্তর্জাতিক সীমান্ত খুলে দিল চিন

বিমানের পাশাপাশি সমুদ্র পথে ও সড়কপথেও চিনে ঢোকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে স্রেফ হংকং থেকেই কমপক্ষে চার লক্ষ মানুষ পাড়ি দেবেন চিনের উদ্দেশে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৮:১৩
Share:

আগামী ২২ জানুয়ারি থেকে চিনে শুরু হচ্ছে ‘লুনার ফেস্টিভ্যাল’। ফাইল ছবি।

গত দু’বছর পরিবারকে দেখেননি লি হুয়া। অবশেষে ব্রিটেন থেকে দেশে ফিরত পারবেন তিনি। দেখা করবে পারবেন নিজের পরিজনের সঙ্গে। তার কারণ, অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিয়েছে চিন। ২০২০ সালের মার্চ মাসে কোভিড অতিমারি ফলে যে সীমান্ত বন্ধ হয়ে গিয়েছিল। ‘জ়িরো কোভিড নীতি’-র ফলে বিভিন্ন দেশে আটকে পড়েছিলেন চিনের বহু বাসিন্দাই।

Advertisement

চিনের স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে, বিমানের পাশাপাশি সমুদ্র পথে ও সড়কপথেও চিনে ঢোকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে স্রেফ হংকং থেকেই কমপক্ষে চার লক্ষ মানুষ পাড়ি দেবেন চিনের উদ্দেশে। তাঁদের মধ্যে যেমন পর্যটক রয়েছেন, তেমনই রয়েছেন ঘরে ফেরা মানুষও। তবে, আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই প্রবেশ করতে পারবেন দেশে। বাধ্যতামূলক মাস্কও।

আগামী ২২ জানুয়ারি থেকে চিনে শুরু হচ্ছে ‘লুনার ফেস্টিভ্যাল’। চিনা মতে এটি নববর্ষ ও বসন্তের আগমন উদ্‌যাপন। এই সময় প্রায় ৪০ দিন ধরে উৎসব চলে। এখন সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত দেশবাসীর অসন্তোষ কমাতে, দাবি এমনও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement