taliban

Crisis in Afghanistan: দুর্ভিক্ষের দোরগোড়ায় আফগানিস্তান, এ মাসেই শেষ হতে পারে সঞ্চিত খাদ্য ভান্ডার

শীতের আগে যদি যথেষ্ট পরিমাণ আর্থিক সাহায্য এসে না পৌঁছয়, তা হলে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই খাদ্য ভান্ডার শূন্য হয়ে যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৩
Share:

সাধারণ মানুষের হাতে অর্থ নেই বললেই চলে, এর ফলেই তৈরি হতে পারে দুর্ভিক্ষের পরিস্থিতি। ছবি: রয়টার্স

মাত্র এক মাস সময়। এর মধ্যেই আফগানিস্তানে ফুরোতে পারে সঞ্চিত খাদ্য। বুধবার এই আশঙ্কার কথা জানালেন, রাষ্ট্রপুঞ্জের আধিকারিক রামিজ আলাকবারোভ। তালিবান ক্ষমতা দখলের পর ধীরে ধীরে খাদ্যের উপর মূল্যের উপর নিয়ন্ত্রণ কমেছে রাষ্ট্রের। বেতন আটকে গিয়েছে সরকারি আধিকারিকদের। প্রশাসনের নিয়ন্ত্রণ যত ক্ষণ না বাড়ছে, তত ক্ষণ এ সব এড়িয়ে যাওয়া মুশকিল। আর সেই কারণেই খাদ্যসঙ্কট তৈরি হতে পারে আফগানিস্তানে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জ সূত্রে খবর, ইতিমধ্যে আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তিন কোটি ৮০ লক্ষ মানুষের দু’বেলা খাবার জোটা অনিশ্চিত হয়ে পড়েছে। আলাকবারোভ জানিয়েছেন, সামনেই শীত আসছে। আবহাওয়া প্রতিকূল হবে আরও। অন্য দিকে এই বছর বেশ কয়েকটি আফগান প্রদেশে খরা হয়েছে। সাধারণ মানুষের হাতে অর্থ নেই বললেই চলে, এর ফলেই তৈরি হতে পারে দুর্ভিক্ষের পরিস্থিতি।

গত এক সপ্তাহে ১০ হাজারের বেশি মানুষকে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু ১৩ কোটির বেশি মানুষের এই সাহায্য প্রয়োজন। শেষ সপ্তাহের ১০ হাজারের হিসাব ধরে মোটে ৩৯ শতাংশ মানুষের কাছে এখনও পৌঁছতে পেরেছেন রাষ্ট্রপুঞ্জের খাদ্য প্রকল্পের স্বেচ্ছাসেবক ও অধিকারিকরা। আলাকবারোভ বলেছেন, ‘‘শীতের আগে যদি যথেষ্ট পরিমাণ আর্থিক সাহায্য এসে না পৌঁছয়, তা হলে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই খাদ্য ভান্ডার শূন্য হয়ে যাবে।’’

Advertisement

তাঁর মতে, তালিবান ক্ষমতা দখল করেছে ঠিকই, কিন্তু সরকার অস্ত্রের জোরে চলবে না, তার জন্য নীতি তৈরি করতে হবে। মনে রাখতে হবে আফগানিস্তান মূলত বিদেশের অর্থ সাহায্যের উপর নির্ভরশীল। তা ছাড়া এখন সে দেশে অর্থনৈতিক সঙ্কট চলছেই। এর মধ্যে তৈরি হয়েছে খাদ্যসঙ্কট। এই সব বিষয় খেয়াল রাখতে হবে নতুন শাসকদের। আফগানিস্তানের বাজারে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন বিপুল পরিবর্তন হচ্ছে আফগান মুদ্রার দাম। এখনই বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তী কালে সাধারণ মানুষের সমস্যা আরও বাড়তে পারে। তাই হাতে বেশি সময় নেই, এখনই যা করার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement