কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২

ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে। সোমবার দারুল আমান এলাকার বাকের-উল-উলম মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত শিশু-সহ ৩২। আহত ৩৫। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০২:৩৭
Share:

বিষ্ফোরণের পর এক হাসপাতালে। ছবি: এএফপি

ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে। সোমবার দারুল আমান এলাকার বাকের-উল-উলম মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত শিশু-সহ ৩২। আহত ৩৫। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

Advertisement

কাবুল পুলিশ জানিয়েছে, হামলাকারী জঙ্গি হেঁটেই এসেছিল। তখন মসজিদে প্রার্থনা চলছিল। প্রার্থনার শেষে ভিড়ের মধ্যেই হামলাকারী গায়ে পরা বিস্ফোরক-ভর্তি জ্যাকেটটি ফাটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী নাদির আলির কথায়, ‘‘একটা জোরে আওয়াজ। তার পরে ধুলোয় পুরো মসজিদটা ঢেকে গেল। ধুলোর মেঘ সরতেই দেখলাম এ দিক ও দিক রক্ত আর মাংসের টুকরো ছড়িয়ে।’’ আলি জানের কথায়, ‘‘জোর শব্দে জানলাটা ভেঙে পড়ল। কী হচ্ছিল জানি না। চিৎকার করতে করতে বেরিয়ে এলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement