Afghanistan

Afghanistan Crisis: কাবুলের গুরুদ্বারে আটকে ভারতীয় হিন্দু ও শিখরা, সুরক্ষার আশ্বাস তালিবানের

সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বিদেশমন্ত্রীকে টুইট করে আফগানিস্তানের গুরুদ্বারে আটকে থাকা শিখদের উদ্ধার করার অনুরোধ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৭:২৩
Share:

গুরুদ্বারে এখনও আটকে রয়েছেন অনেক ভারতীয় ছবি: টুইটার থেকে।

কাবুলের এক গুরুদ্বারে এখনও আটকে রয়েছেন অনেক ভারতীয় হিন্দু ও শিখরা। দেশে ফিরতে চাইছেন তাঁরা। তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি। এই পরিস্থিতিতে সেখানে গিয়ে আটকে থাকা হিন্দু ও শিখদের সুরক্ষার আশ্বাস দিয়েছে তালিবান, এমনটাই জানিয়েছেন গুরুদ্বারের প্রধান।

Advertisement

এই বিষয়ে একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন অকালি দলের নেতা মনজিন্দর সিংহ শীর্ষ। ৭৬ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুরুদ্বারে গিয়ে কয়েক জন কথা বলছেন। যাঁরা গিয়েছেন তাঁদের তালিবান প্রতিনিধি বলা হচ্ছে। টুইট করে মনজিন্দর বলেন, ‘কাবুলের গুরুদ্বারের প্রধানের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি। সেখানে অনেকে আটকে আছেন। তালিবান নেতারা সেখানে গিয়ে হিন্দু ও শিখদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।’

এম নইম নামের এক তালিবান নেতা সেই একই ভিডিয়ো প্রকাশ করেছেন। আরবি ভাষায় তিনি লিখেছেন, ‘কাবুলে শিখ ও ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন। তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আগে মানুষ জীবন ও সম্পত্তি নিয়ে ভয় পাচ্ছিলেন। কিন্তু এখন কোনও সমস্যা নেই। আমরা আশ্বাস দিয়েছি।’

Advertisement

এর আগে সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টুইট করে আফগানিস্তানের গুরুদ্বারে আটকে থাকা শিখদের উদ্ধার করার অনুরোধ করেছিলেন। ভারত সরকারের তরফে কাবুলে একের পর এক বিমান পাঠানো হচ্ছে ভারতীয়দের বার করে আবার জন্য। তার মধ্যেই গুরুদ্বারে আটকে থাকা হিন্দু ও শিখরা সুরক্ষিত বলেই জানাল তালিবান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement