নদীতে ভেঙে পড়ছে বাড়ি। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি পাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সম্প্রতি। ফের তেমনই একটি ভিডিয়ো সামনে এল সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেখানে দেখা যাচ্ছে একটি কাঠের বাড়ির তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ছে।
গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে গুয়াংজি প্রদেশ সহ দক্ষিণ চিনের বেশ কিছু অংশ বন্যার কবলে। বৃষ্টির জলে নদীগুলি সব ফুলে ফেঁপে উঠেছে। তেমনই এক নদীর ধারে একটি কাঠের তিন তলা বাড়ি ছিল। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে সেই কাঠের বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীর জলে।
এটি গুয়াংজি প্রদেশের রংসুই এলাকার ছবি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ এই বাড়িটি ভেঙে পড়ে। তবে বিপদ বুঝে আগেই বাড়ির বাসিন্দারা সরে গিয়েছিলেন। মোট ছ’ জন থাকতেন ওই বাড়িতে। সময় মতো বেরিয়ে যাওয়ায় কেউ আহত হননি।
আরও পড়ুন: পোশাক কোনও বাধা নয়, শাড়ি পরেই ব্যাকফ্লিপ এই যুবতীর
ব্রিটিশ সংবাদপত্র ডেলি মেল জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। স্থানীয় প্রশাসন তাঁদের ত্রাণের ব্যবস্থা করছে। প্রায় দেড় লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার চিকিৎসার জন্য সাড়ে ৮ কোটি টাকার বিল ধরানো হল বৃদ্ধকে
নদীতে ভেঙে পড়ছে তিন তলা বাড়ি: