arrest

মন্দিরে চুরি,  ধৃত ভারতীয় বংশোদ্ভূত

কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, ব্র্যাম্পটন থেকে অভিযুক্ত জগদীশ পান্ধেরকে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় স্থানে চুরির ঘটনা ঘটলেও অপরাধী বিদ্বেষমূলক অপরাধ বা তার দ্বারা পরিচালিত হয়নি বলেই দাবি পুলিশের।

Advertisement

সংবাদ সংস্থা

টরন্টো শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০৭:৫০
Share:

—প্রতীকী চিত্র।

কানাডার গ্রেটার টরন্টো ও দুরহাম অঞ্চলে একাধিক হিন্দু মন্দিরে পরপর চুরির ঘটনা ঘিরে উত্তেজনা বাড়ছিল। বিষয়টির মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক রংও লাগতে শুরু করেছিল। বিষয়টি নিয়ে তদন্তে নেমে ৪১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করেছে কানাডার পুলিশ। অভিযুক্ত নিজেও হিন্দু বলেই জানিয়েছে পুলিশ।

Advertisement

কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, ব্র্যাম্পটন থেকে অভিযুক্ত জগদীশ পান্ধেরকে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় স্থানে চুরির ঘটনা ঘটলেও অপরাধী বিদ্বেষমূলক অপরাধ বা তার দ্বারা পরিচালিত হয়নি বলেই দাবি পুলিশের।

গত ৮ অক্টোবর ভোরে পিকারিং-এর বেইলি স্ট্রিট এবং ক্রসনো বলিভার্ড এলাকায় প্রথম চুরির ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মন্দিরে ঢুকে প্রণামীর বাক্স থেকে মোটা অঙ্কের টাকা চুরি করেছে জগদীশ। সেই ফুটেজ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই দিন সকালেই তাকে আবার পিকারিং এবং অ্যাজাক্সের হিন্দু মন্দিরে ভাঙচুর চালাতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে।

Advertisement

সেপ্টেম্বর থেকে কানাডার নানা জায়গায় অন্তত ছ’টি মন্দিরে চুরি হয়েছে। বাকি মন্দিরের চুরির ঘটনাতেও জগদীশ যুক্ত থাকতে পারে‌ বলে মনে করছে পুলিশ। হিন্দু মন্দির ছাড়াও জৈন মন্দির এবং গুরুদ্বারেও চুরির ঘটনা ঘটেছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement