নাচতে নাচতে চলল গুলি। ছবি: টুইটার থেকে নেওয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গিয়ে প্রাণটাই খোয়াতে বসেছিলেন এক যুবক। ঘরের ভিতর গান চালিয়ে দিয়ে নাচছিলেন। আর সেই নাচের ভিডিয়ো মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করছিলেন। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু হঠাত্ই গুলির শব্দ।
রেক্স চ্যাপম্যান নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি আপলোড হয়েছে। ৪৪ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক হাতে সিগারেট অন্য হাতে একটি রিভলবার নিয়ে গানের তালে তালে নাচছেন এক যুবক। গানের তালে তাল দিতে গিয়ে আঙুলের চাপ পড়ে যায় বন্দুকের ট্রিগারে।মুহূর্তে গুলি চলে যায়।
ঘরের ভিতর হঠাত্ গুলির শব্দ শুনে পাশের ঘর থেকে ওই যুবকের মা ছুটে আসেন। তিরস্কার করতে করতে তাঁকে এক রকম ঘাড় ধরে বের করে নিয়ে যান সেখান থেকে। এই গোটা ঘটনা ধরা পড়ে মোবাইল ক্যামেরায়। যে ক্যামেরা অন করে ওই যুবক নিজের ভিডিয়ো রেকর্ড করছিলেন।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘খুলি ভাঙা চ্যালেঞ্জ’, এড়িয়ে না চললে প্রাণ যেতে পারে!
দেখুন সেই ভিডিয়ো:
গুলি চললেও ফাঁকা ঘরে ওই যুবক ছাড়া অন্য কেউ না থাকায় তা কারও গায়ে লাগেনি, কেউ আহত হননি।ভিডিয়োটি ১৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে এখনও পর্যন্ত। আর সেটি নেটাগরিকরা এতটাই পছন্দ করেছেন যে, পোস্টটি প্রায় ৮ হাজার রিটুইট হয়েছে।
আরও পড়ুন: স্টেডিয়ামে জ্যাকেটের চেন খুলে শরীর প্রদর্শন মহিলার!